Ashes 2025: বক্সিং ডে টেস্টের প্রথমদিন রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখলেন। শুক্রবার, মেলবোর্নে খেলা দেখতে উপস্থিত হন ৯৩,৪৪২ জন দর্শক। প্রথম দিনের খেলার একেবারে শেষদিকে, জায়ান্ট স্ক্রিনে সেই সংখ্যা ফুটে উঠতেই উৎসাহে মেতে ওঠেন দর্শকরা।
Ashes 2025: মেলবোর্নে বিশ্বরেকর্ড। দর্শক সংখ্যায় ছাপিয়ে গেল বক্সিং ডে টেস্ট। ইতিমধ্যেই ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের প্রথম তিনটি টেস্টে জিতে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া (ashes 2025)। তবুও উৎসাহে এতটুকু খামতি নেই দর্শকদের। নিয়মানুযায়ী, বাকি দুই টেস্ট শুধুই নিয়মরক্ষার (australia vs england ashes)।
বক্সিং ডে টেস্টের প্রথমদিন রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখলেন
কিন্তু সেই নিয়মরক্ষার টেস্ট দেখতেও মেলবোর্নে ভিড় জমালেন দর্শকরা। বক্সিং ডে টেস্টের প্রথমদিন রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখলেন। শুক্রবার, মেলবোর্নে খেলা দেখতে উপস্থিত হন ৯৩,৪৪২ জন দর্শক। প্রথম দিনের খেলার একেবারে শেষদিকে, জায়ান্ট স্ক্রিনে সেই সংখ্যা ফুটে উঠতেই উৎসাহে মেতে ওঠেন দর্শকরা।
কার্যত, বিশ্বরেকর্ড। কারণ, গত ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালের রেকর্ডও ভেঙে গেছে। কারণ, সেই ম্যাচটি মেলবোর্নে বসে দেখেছিলেন মোট ৯৩,০১৩ দর্শক। কিন্তু বক্সিং ডে টেস্টের প্রথম দিন তার থেকেও ৪০০ জন বেশি দর্শক মাঠে উপস্থিত হন।
ধারাভাষ্যকারদের মতে, এই সিরিজ় দেখে আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া। অর্থাৎ, ঘরের মাঠে চিরশত্রুর হার দেখতেই মাঠে এসেছেন তারা, এমনটাই মনে করছেন তারা।
ইডেনের রেকর্ড ভাঙতে পারেনি মেলবোর্ন
এমনিতে, অ্যাশেজ়ের ইতিহাসে কোনও টেস্ট ম্যাচেই এর আগে কোনওদিন এত ভিড় হয়নি। গত ২০১৩ সালে, মেলবোর্নেই একদিনে ৯১,১১২ জন দর্শক খেলা দেখতে এসেছিলেন। যদিও সেই রেকর্ডও শুক্রবার ভেঙে গেছে।
কিন্তু এত কিছুর পরেও, কলকাতার ইডেন গার্ডেন্স এখনও এগিয়ে। সেই রেকর্ড ভাঙতে পারেনি মেলবোর্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে সর্বাধিক দর্শক উপস্থিতির রেকর্ড ইডেনের দখলেই রয়েছে। গত ১৯৯৮-৯৯ সালে, ইডেনে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচটি দেখতে একদিন ১ লক্ষেরও বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। সেটিই এখনও পর্যন্ত, অন্যতম সেরা বিশ্বরেকর্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

