বৃষ্টির জন্য শুরু করা গেল না পাকিস্তানের ইনিংস। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের কোনও ফল হল না।
| Published : Sep 02 2023, 01:52 PM IST / Updated: Sep 02 2023, 09:57 PM IST
Asia Cup 2023 Ind Vs Pak Live Updates: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমদের মুখোমুখি রোহিত শর্মারা। শুক্রবারই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় দলের প্রথম একাদশ এখনও জানা যায়নি।
- FB
- TW
- Linkdin
বৃষ্টির মধ্যে মাঠের বাইরে বসে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচ শুরু করা যাবে কি না সেটাই অনিশ্চিত।
পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার সম্ভব না হলেও অন্তত ২০ ওভারের খেলা শুরু করার চেষ্টা করা হচ্ছে।
আম্পায়ারদের পরিদর্শনের মধ্যেই ফের শুরু হল বৃষ্টি। পাকিস্তানের ইনিংস শুরু হওয়া নিয়ে সংশয়।
ভারতীয় দলের ইনিংস শেষ হওয়ার পরেই শুরু হওয়া বৃষ্টির জেরে এখনও শুরু করা গেল না পাকিস্তানের ইনিংস।
পাকিস্তানের ইনিংস এখনও শুরু করা সম্ভব হল না। বৃষ্টিতে বন্ধ আছে ম্যাচ।
পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন তৃতীয়বার নামল বৃষ্টি। ফের ঢাকা দেওয়া হল পিচ।
ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার অসাধারণ লড়াইয়ের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার মতো স্কোর ভারতের।
পাকিস্তানের বিরুদ্ধে ২৬১ রানে ৯ উইকেট হারাল ভারতীয় দল। ৪ রান করে আউট হয়ে গেলেন কুলদীপ যাদব।
ভারতের ইনিংসের শেষদিকে রান বাড়ানোর চেষ্টা করছেন জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।
হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজা (১৪) ও শার্দুল ঠাকুরও (৩) আউট হয়ে গেলেন। ২৪২ রানে ৮ উইকেট হারাল ভারত।
৯০ বলে ৮৭ রান করে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ২৩৯ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল।
৪২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ২৩৭। হার্দিক পান্ডিয়া ৮৬ ও রবীন্দ্র জাদেজা ১৩ রানে অপরাজিত।
৮১ বলে ৮২ রান করে আউট ঈশান কিষান। ২০৪ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল।
পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে অসাধারণ পার্টনারশিপ গড়লেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এই ২ ব্যাটারই অর্ধশতরান করেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং ঈশান কিষানের। তাঁর সঙ্গে লড়াই করছেন হার্দিক পান্ডিয়াও।
ভারতীয় দল ৪ উইকেট হারানোর পর লড়াই করছেন হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষান। হার্দিক ২৯ ও ঈশান ৪৩ রানে অপরাজিত।
২০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ১০২। হার্দিক পান্ডিয়া ১৬ ও ঈশান কিষান ৩২ রানে অপরাজিত।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না। ৬৬ রানে ৪ উইকেট হারাল ভারত।
৫ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন ঈশান কিষান। ক্রিজের অপর প্রান্তে শুবমান গিল। এই ২ তরুণ ব্যাটারই এখন ভারতীয় দলের ভরসা।