Asia Cup 2025: এদিনও টসের পর, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আঘার সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় করলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
Asia Cup 2025: ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের যেমন কথা, তেমনই কাজ। চলতি এশিয়া কাপে (asia cup live score) রবিবার, সুপার ফোরের মেগা লড়াইতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান (india vs pakistan live)।
সেই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু এদিনও টসের পর, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আঘার সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় করলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
টসের পর কোনও হ্যান্ডশেক নয়!
এমনকি, তিনি হাবেভাবে বুঝিয়ে দিলেন যে, বাকি ম্যাচগুলির মতোই এটা একটা ম্যাচ। আলাদা করে পাকিস্তানকে গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচেও টসের পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে যান সূর্য। শুধু তাই নয়, ম্যাচ শেষে কোনও সৌহার্দ্য বিনিময় না করেই সোজা ডাগ-আউটের দিকে হাঁটা দেন সূর্য-শিবম। নো হ্যান্ডশেক' এবং বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল, এখানে ভারত জিততে এসেছে। মোক্ষম জবাবের সঙ্গে টপ লেভেল অ্যাটিটিউড নিয়েই মাঠ ছাড়ে গোটা ভারতীয় দল। এমনকি, এই জয় দেশের সামরিক বাহিনী এবং পহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারদের উৎসর্গ করে ভারতীয় ক্রিকেট দল (ind vs pak asia cup 2025)।
তারপর একাধিক বিতর্ক তৈরি হলেও, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কিন্তু তাঁর নিজের জায়গা থেকে একটুও সরে আসেননি। বরং, ভারতবাসী হিসেবে ঠিক যে কাজটা করা উচিত, তিনি সেটাই বারবার করছেন।
ভারত অধিনায়ক নিজের জায়গায় অনড়
এদিনও সুপার ফোরের ম্যাচে টসের পর, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আঘার সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় করলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সম্প্রচারকারী চ্যানেলের অ্যাঙ্কর রবি শাস্ত্রীর সঙ্গে কথোপকথনের পর, তিনি সোজা ড্রেসিংরুমের দিকে চলে আসেন। অন্যদিকে, আইসিসি নিজেও পাকিস্তানকে একেবারেই তোয়াক্কা করছে না।
গ্রুপ পর্বের ম্যাচে ‘নো হ্যান্ডশেক' বিতর্কের পর, পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে পিসিবি জানায়, “টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আগাকে তাদের প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দেন।" আইসিসি যে এইসব আজব দাবিতে একেবারেই কর্ণপাত করেনি, সেটা আবারও পরিষ্কার। কারণ, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচেও আইসিসি অ্যান্ডি পাইক্রফটকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ করেছে। পাকিস্তানের দাবিকে নস্যাৎ করে দিয়ে সেই বিতর্কিত ম্যাচ রেফারিকেই আবার দায়িত্বে আনা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।