India tour of Australia 2025: পারথে (Perth) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হারের মাধ্যমে এবারের অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ভারতীয় দল। অ্যাডিলেডে (Adelaide) সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় না পেলে চাপ বাড়বে।
KNOW
Australia vs India: বৃহস্পতিবার অ্যাডিলেডে (Adelaide) ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ। পারথে (Perth) সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। তবে তারপরেও অ্যাডিলেড বিমানবন্দরে (Adelaide Airport) এই দুই তারকাকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা গেল। বিরাট-রোহিতদের দেখার জন্য বহু ক্রিকেটপ্রেমী অপেক্ষা করছিলেন। তাঁরা এই দুই তারকাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয়রা দীপাবলি (Diwali 2025) উপলক্ষে এখন উৎসবে মেতে আছেন। এরই মধ্যে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ উৎসবের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিরাট-রোহিত শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। এই কারণে এবার তাঁদের নিয়ে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। পারথে বড় রান না পেলেও, অ্যাডিলেডে এই দুই তারকা ভালো ব্যাটিং করবেন বলে আশায় ক্রিকেটপ্রেমীরা।
অস্ট্রেলিয়া না ভারত বোঝা দায়!
অ্যাডিলেড বিমানবন্দরে (Adelaide Airport) বিরাট ও রোহিতকে ঘিরে যে উন্মাদনা, চিৎকার, হইচই দেখা গেল, তাতে অস্ট্রেলিয়া না ভারত বোঝা যাচ্ছিল না। ভারতের যে কোনও শহরে ক্রিকেটারদের নিয়ে এরকম উন্মাদনা দেখা যায়। কয়েক হাজার কিলোমিটার দূরেও ঠিক একই ছবি দেখা গেল। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওডিআই সিরিজে সমতা ফেরাবে ভারতীয় দল। একইসঙ্গে বিরাট-রোহিতের কাছ থেকে ভালো ইনিংস দেখার আশায় অনুরাগীরা।
পারথে ব্যর্থ বিরাট-রোহিত
পারথে সিরিজের প্রথম ম্যাচে শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে ওপেন করতে নেমে ১৪ বল খেলে ৮ রান করেই আউট হয়ে যান রোহিত। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৮ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান বিরাট। ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ওডিআই ম্যাচে শুবমানও ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ১৮ বল খেলে ১০ রান করে আউট হয়ে যান। ভারতীয় দল ৭ উইকেটে হেরে যায়। অ্যাডিলেডেও হেরে গেলে সিরিজ খোয়াতে হবে। এই কারণে সতর্ক ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


