সংক্ষিপ্ত

আইসিসি-র পক্ষ থেকে খেলা ও রাজনীতিকে আলাদা করে রাখার বার্তা দেওয়া হলেও, সেটা মানতে নারাজ অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। তিনি বিভিন্ন মহল থেকে সমর্থনও পাচ্ছেন।

আইসিসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন উসমান খাজা। বৃহস্পতিবার পারথে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন খাজা। সেই সময় তাঁকে কালো আর্মব্যান্ড পরে থাকতে দেখা যায়। এর আগে অনুশীলনে এই ক্রিকেটারকে বিশেষ বার্তা সম্বলিত বুট পরে থাকতে দেখা যায়। সেই বুটে লেখা ছিল 'অল লাইভস আর ইক্যুয়াল'। এই বুট পরেই খেলতে চেয়েছিলেন খাজা। কিন্তু আইসিসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই বুট পরে খেলা যাবে না। এরপরেই প্রতিবাদ জানানোর জন্য কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেন খাজা।

প্রতিবাদে অনড় খাজা

আইসিসি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটারই আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন রাজনৈতিক বা ধর্মীয় বার্তা সম্বলিত পোশাক বা প্যাড, গ্লাভস, হেলমেট, গার্ড পরতে পারবেন না। কিন্তু এই নিষেধাজ্ঞা মানতে নারাজ খাজা। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'স্বাধীনতা একটি মানবাধিকার। সব অধিকারই সমান। আমি কখনও এই বিশ্বাস থেকে সরব না।' পারথ টেস্ট ম্যাচের আগে একটি সাক্ষাৎকারে খাজা আরও বলেন, ‘আইসিসি আমার প্রতি যে কঠোর মনোভাব নিয়েছে, তাতে আমি একটু হতাশ। কারণ, সবার ক্ষেত্রে সবসময় কঠোর মনোভাব দেখায় না আইসিসি।’

খাজার পাশে কামিন্স

আইসিসি-র নিষেধাজ্ঞার মধ্যেই সতীর্থর পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘বুটে লেখা ছিল, সব জীবনই সমান। আমি এটাকে সমর্থন করি। এটা বিভেদমূলক বার্তা নয়। আমার মনে হয়, এটা নিয়ে কারও খুব বেশি অভিযোগ থাকতে পারে না। আমার মনে হয়, এটা বিতর্কিত বার্তা নয়। কেন এই বার্তার বিরোধিতা করা হচ্ছে আমি জানি না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ravichandran Ashwin: নাথান লিয়নের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ, চেন্নাইয়ে আমন্ত্রণ অশ্বিনের

India Vs South Africa: জোহানেসবার্গেও আকাশের মুখ ভার, চিন্তায় ভারতীয় ক্রিকেটাররা

Mohammad Shami: বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্স, অর্জুন পুরস্কার পাচ্ছেন শামি