সংক্ষিপ্ত
শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই বাংলাদেশের বাইরে থাকছেন তারকা ক্রিকেটার শাকিব আল-হাসান। তবে এবার বিদায়ী টেস্ট ম্যাচ খেলার জন্য তিনি বাংলাদেশে ফিরছেন।
বিদায়ী টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশে ফিরছেন শাকিব আল-হাসান। মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে অবসর নেবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এই ম্যাচ খেলার জন্য তিনি বাংলাদেশে ফেরার অনুমতি পাবেন কি না বা তাঁর নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। তবে বাংলাদেশের ক্রীড়া ও যুব বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে শাকিবের অবদানের কথা মাথায় রেখে তাঁকে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। মহিলাদের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ বলেন, ‘দেশের জন্য শাকিবের অনেক অবদান আছে। ও বাংলাদেশে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে। আমার মনে হয়, ওকে সেই সুযোগ দেওয়া উচিত।’
খুনের মামলায় গ্রেফতার হবেন শাকিব?
৫ অগাস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন পোশাক কারখানার কর্মী মহম্মদ রুবেল। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ঢাকার আদাবর থানায় অভিযোগ দায়ের করেন নিহত যুবকের বাবা রফিকুল ইসলাম। এই মামলায় মোট ১৫৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। ২৮ নম্বর অভিযুক্ত হিসেবে শাকিবের নাম আছে। ফলে বাংলাদেশে ফিরলে আইনি জালে জড়িয়ে পড়তে পারেন এই তারকা ক্রিকেটার।
শাকিবকে নিরাপত্তা দেবে বাংলাদেশ সরকার?
শাকিবের নিরাপত্তার বিষয়ে আসিফ বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করব। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা আলাদা ব্যাপার। আমি সে বিষয়ে মন্তব্য করতে পারব না। সেটা আইন মন্ত্রকের বিষয়। তবে আমরা শাকিব আল-হাসানের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিচ্ছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
শাকিব আল-হাসান না খেললেও ভারতকে হারাতে পারে বাংলাদেশ, আশাবাদী তাওহিদ হৃদয়
বাংলাদেশে ফেরার পথে বাধা শাকিব আল-হাসানের রাজনৈতিক পরিচয়! বিদায়ী টেস্টে খেলতে পারবেন না?
আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব