সংক্ষিপ্ত

আত্মবিশ্বাসী লিটন দাস (Liton Das)। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেন তিনি।

আত্মবিশ্বাসী লিটন দাস (Liton Das)। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেন তিনি।

তবে শুধু সেঞ্চুরিই নয়, ম‌্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন লিটন। এইমুহূর্তে বাংলাদেশ (Bangladesh) ব‌্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা হলেন তিনি। যিনি পাকিস্তান সিরিজ ভুলে গিয়ে এবার আসন্ন ভারত (India) সফরে মন দিতে চাইছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ সিরিজ (India vs Bangladesh)। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে। দ্বিতীয় টেস্টটি হবে কানপুরে। আগামী ১৫ সেপ্টেম্বরই চেন্নাই পৌঁছে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

অন্যদিকে, ইংল‌্যান্ডের মাটিতে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন শাকিব-আল-হাসান। ইতিমধ‌্যেই ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ ঘিরে দামামা বেজে গেছে। এই সিরিজের আগ্রহ আরও বেড়ে গেছে, যেহেতু পাকিস্তানকে তাদের দেশে গিয়ে হোয়াইটওয়াশ করে এসেছেন শান্ত-শাকিবরা।

লিটন বলছেন, “ভারত সফর আমাদের জন‌্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বলব, পাকিস্তান সিরিজ নিয়ে যত আপনারা কম কথা বলেন, ততই ভালো। কারণ, সামনে যে সিরিজটা আসছে তা অনেক বেশি চ‌্যালেঞ্জিং হবে আমাদের জন্য। একজন ক্রিকেটার হিসেবে বলতে পারি যে, পাকিস্তান সিরিজ আমার কাছে অতীত। আপনারা সবাই জানেন, ভারত অনেক বড় দল।”

তাঁর মতে, “পাকিস্তানের বিরুদ্ধে যে বলে খেলা হয়েছিল, তার থেকে আলাদা বলে ভারতের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। যে বলে আমরা খুব বেশি খেলি না। যাই হোক, আমাদের প্লেয়াররা যথেষ্ট পরিশ্রম করছে। এবার দেখা যাক।”

লিটনের কথায়, “আমার কাছে এটা একটা মোটিভেশন। ভালো খেললে, নামডাক হবে আপনার। দুটো লোক চিনবে। এর থেকে তো ভালো কিছু আর হতেই পারে না। তবে আবারও বলছি, ভারত বড় দল। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরাও অনেক উন্নতি করেছি। শুধু এবার আমাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।