Bangladesh vs Zimbabwe: বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা মুখে যতই আস্ফালন করুন না কেন, বাস্তবে পারফরম্যান্স একেবারেই ভালো হচ্ছে না। দেশের মাটিতে জিম্বাবোয়ের মতো দলের কাছে টেস্ট ম্যাচে হেরে গেল বাংলাদেশ।

Bangladesh vs Zimbabwe Test Series: দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গেল বাংলাদেশ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের পঞ্চম দিন বুধবার ৩ উইকেটে জয় পেল জিম্বাবোয়ে। ২০২১ সালের মার্চের পর প্রথমবার কোনও টেস্ট ম্যাচে জয় পেল তারা। একইসঙ্গে ৭ বছর পর দেশের বাইরে কোনও টেস্ট ম্যাচে জয় পেল জিম্বাবোয়ে। তাদের দেশের বাইরে শেষবার টেস্ট ম্যাচে জয়ও এসেছিল বাংলাদেশের বিরুদ্ধেই। ২০১৮ সালে বাংলাদেশে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল জিম্বাবোয়ে। তারপর সেই বাংলাদেশের বিরুদ্ধেই এবার টেস্ট ম্যাচে জয় পেল জিম্বাবোয়ে। তারা টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থবার দেশের মাটিতে কোনও ম্যাচে জয় পেল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড যেমন ভালো না, তেমনই অবস্থা জিম্বাবোয়ের। তবে দেশের মাটিতে জিম্বাবোয়ের কাছে হার বাংলাদেশের পক্ষে লজ্জার।

ব্লেসিং মুজারবানির অসাধারণ পারফরম্যান্স

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ২৭৩ রান করে জিম্বাবোয়ে। এরপর দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৭৪ রান তুলে জয় ছিনিয়ে নেয় জিম্বাবোয়ে। ম্যাচের সেরা ব্লেসিং মুজারবানি। প্রথম ইনিংসে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭২ রান দিয়ে ৬ উইকেট নেন এই পেসার। তাঁর বোলিং সামাল দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto), মুশফিকুর রহিমরা (Mushfiqur Rahim)। এর ফলে দেশের মাটিতে হেরে গেল বাংলাদেশ।

পেস সহায়ক উইকেটে বাজিমাত জিম্বাবোয়ের

বাংলাদেশ ২৫ বছর ধরে টেস্ট ম্যাচ খেলছে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এখনও পেস বোলিং ভালোভাবে সামাল দিতে পারেন না। সিলেট টেস্ট ম্যাচেও ঠিক সেটাই হল। দ্বিতীয় ইনিংসে উইকেট থেকে সাহায্য পেয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান মুজারবানি। কিন্তু তিনি ভালো বোলিং করলেও, একই উইকেটে বাংলাদেশের পেসাররা কিছু করতে পারলেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।