BCCI AGM: আগামী রবিবার মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই বার্ষিক সাধারণ সভা হতে চলেছে। এই সভাতেই নতুন বিসিসিআই সভাপতি-সহ পদাধিকারীদের বেছে নেওয়া হবে। বিসিসিআই সভাপতি নির্বাচন ঘিরে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে।
KNOW
BCCI President Election: আগামী রবিবার কি বিসিসিআই-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস (Mithun Manhas)। ভারতীয় ক্রিকেট মহলে এই জল্পনা তৈরি হয়েছে। ৪৫ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার রজার বিনির (Roger Binny) স্থলাভিষিক্ত হতে পারেন। শনিবার বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই বৈঠকে বিসিসিআই সভাপতি, কোষাধ্যক্ষ, আইপিএল চেয়ারম্যান-সহ (Indian Premier League chairman) বিভিন্ন পদাধিকারী নিয়ে আলোচনা হয়েছে। এরপরেই মিঠুনের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে শোনা যাচ্ছিল, পরবর্তী বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে জাতীয় দলের প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। কিন্তু শনিবারের বৈঠকের পর পরিস্থিতি বদলে গিয়েছে।
বিসিসিআই বার্ষিক সাধারণ সভায় কী হবে?
বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, আগামী রবিবার মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই বার্ষিক সাধারণ সভায় (BCCI Annual General Meeting) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে পারেন মিঠুন। বিসিসিআই-এর প্রভাবশালী মহল তাঁকে সমর্থন করছে। ফলে কোনও রাজ্য সংস্থাই তাঁর বিরোধিতা করতে পারছে না। জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবে বিসিসিআই বার্ষিক সাধারণ সভায় যোগ দিচ্ছেন মিঠুন। তিনি জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করেছেন। সিএবি-র প্রতিনিধি হিসেবে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কর্ণাটকের (Karnataka) ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব করবেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার রঘুরাম ভাট (Raghuram Bhatt)। পাঞ্জাব (Punjab) ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবে থাকবেন হরভজন।
রাজীব শুক্লার কী হবে?
বয়সের কারণে বিনি সরে যাওয়ার পর বিসিসিআই-এর অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। তিনি বিসিসিআই সহ-সভাপতি হিসেবেই থেকে যাবেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিসিসিআই সচিব (BCCI secretary) পদে থেকে যেতে পারেন দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)। যুগ্মসচিব হিসেবে থাকছেন প্রবতেজ ভাটিয়া (Prabtej Bhatia)। নতুন কোষাধ্যক্ষ হতে পারেন রঘুরাম। আইপিএল চেয়ারম্যান হিসেবে থেকে যেতে পারেন অরুণ ধূমল (Arun Dhumal)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


