- Home
- Sports
- Cricket
- অনুষ্কাকে বিয়ের আগে এই অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে ছিলেন বিরাট! কোহলির প্রাক্তন প্রেমিকাদের নাম জানলে হুঁশ উড়ে যাবে
অনুষ্কাকে বিয়ের আগে এই অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে ছিলেন বিরাট! কোহলির প্রাক্তন প্রেমিকাদের নাম জানলে হুঁশ উড়ে যাবে
Virat Kohli: অনুষ্কার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে বিরাট কোহলির জীবনে বেশ কয়েকজন নারীর আনাগোনা ছিল। এর মধ্যে কয়েকজনের নাম শুনলে রীতিমতো হুঁশ উড়ে যাবে..

অনুষ্কার আগে নাকি একগুচ্ছ তারকার সঙ্গে সম্পর্ক ছিল জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির। অনুষ্কার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে বেশ কয়েকটি সম্পর্ক ছিল তাঁর।
জানা যায় এই চর্চিত ক্রিকেটারের জীবনে অনুষ্কা আসার আগে বেশ কয়েকজন এসেছে। কোন কোন অভিনেত্রীর সঙ্গে বিরাটের নাম জড়িয়েছে জানলে সত্যিই তাজ্জব বনে যাবেন।
ডায়াস হলেন মিস ইন্ডিয়া ২০০৭ এবং শোনা যায় যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক থাকাকালীন বিরাট কোহলি তাঁর সঙ্গে ডেট করছেন। বহু মিডিয়া রিপোর্ট এটা দাবি করে যে সারাহ এবং কোহলি একে অপরের সঙ্গে ডেট করছেন।
সাক্ষী আগরওয়াল ছিল প্রথম মেয়ে যিনি বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়ান। এই তামিল অভিনেত্রী দীর্ঘ দিন ধরে বিরাটের সঙ্গে ডেট করছিলেন কিন্তু এই সম্পর্ক টেকেনি। রিপোর্টে বলা হয়েছে যে দু'জনের মধ্যে সম্পর্ক বিভিন্ন কারণে টেকেনি।
শোনা যায় তামান্না ভাটিয়া ও নাকি বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। একটি মোবাইলের বিজ্ঞাপনের শ্যুট চলাকালীন সম্পর্কে জড়ান তাঁরা বলে জানা যায় বিভিন্ন আর্টিকেল থেকে।
বিরাট এবং ইজাবেল লেইট একে অপরের সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন বলে জানা যায়। এই যুগল ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত একে অপরকে ডেট করেন। ইজাবেল একটি সাক্ষাৎকারে আগেই কোহলির সঙ্গে তার সম্পর্কের কথা নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা দুই বছর ধরে একটি সম্পর্কের মধ্যে ছিলাম। এই সম্পর্ক পারস্পরিক সম্মতিতে শেষ হয়েছে।’
রিপোর্টের অনুযায়ী, দক্ষিণী অভিনেত্রী এবং মডেল সঞ্জননা গালরানিও বিরাটের প্রেমে পড়েনযখন বিরাট আইপিএল দলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এ যোগ দেন।
