সংক্ষিপ্ত

ইডেন গার্ডেন্সে চলছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। জমে উঠেছে এই লিগ। বাংলার তরুণ ক্রিকেটারদের তুলে আনার জন্য এই লিগ আয়োজন করা হয়েছে। তরুণ ক্রিকেটাররা নজর কেড়ে নিচ্ছেন।

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সময় বাউন্ডারি লাইনে শূন্যে অনেকটা লাফিয়ে উঠে এক হাতে চমকপ্রদ ক্যাচ নিয়েছিলেন কাইরন পোলার্ড। ঠিক একই ভঙ্গিতে বেঙ্গল প্রো টি-২০ লিগে অসাধারণ ক্যাচ নিলেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের অভিষেক দাস। শুক্রবার ইডেন গার্ডেন্সে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের বিরুদ্ধে এই ক্যাচ নেন অভিষেক। মেদিনীপুরের ইনিংসের ১৮.২ ওভারে কনিষ্ক শেঠের বলে লং অনের উপর দিয়ে ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করেন দীপক কুমার মাহাত। কিন্তু তাঁকে হতবাক করে দিয়ে অসামান্য ক্যাচ নেন অভিষেক। সারা ইডেন গার্ডেন্স এই ক্যাচ দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

মেদিনীপুরের বিরুদ্ধে সহজ জয় হাওড়ার

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩২ রানে অলআউট হয়ে যায় মেদিনীপুর। সর্বাধিক ৩৪ রান করেন ওপেনার বিবেক সিং। অপর ওপেনার কৌশিক মাইতি। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় করেন ১৪ রান। ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। প্রিয়াংশু শ্রীবাস্তব করেন ২৭ রান। হাওড়ার হয়ে ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন সক্ষম চৌধুরী। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন কনিষ্ক। ২০ রান দিয়ে ২ উইকেট নেন সুজিৎ কুমার যাদব। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন আমির গনি। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় হাওড়া। ৪৬ রান করে অপরাজিত থাকেন প্রমোদ চান্ডিলা। ৩৬ রান করে অপরাজিত থাকেন পঙ্কজ সাউ। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার করেন ৩০ রান। মেদিনীপুরের হয়ে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন বৈভব যাদব। ১ উইকেট করে নেন কৌশিক, শ্রেয়ান চক্রবর্তী ও দীপক কুমার।

 

 

বাংলা ক্রিকেটের উন্নতি হবে?

বেঙ্গল প্রো টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। ক্রিকেটাররা অর্থ ও প্রচার পাচ্ছেন। এর ফলে বাংলার ক্রিকেটের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টসের কয়েনে সৌরভ-ঝুলনের মুখ! বাইশ গজে ধুন্ধুমার লড়াই, শুরু বেঙ্গল প্রো টি-২০ ক্রিকেট লিগ

Pakistan Cricket Team: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা, বাবর আজমের ডানা ছাঁটছে পিসিবি

Azam Khan: 'আজম খান আন্তর্জাতিক ক্রিকেটে খেলার বিষয়ে সিরিয়াসই না,' বিস্ফোরক মহম্মদ হাফিজ