Karnataka State Cricket Association: বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru stampede) হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মতোই কাঠগড়ায় কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা।

Karnataka State Cricket Association on Bengaluru stampede: বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru stampede) হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার (Karnataka State Cricket Association) সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ই জয়রাম। শনিবার যুগ্মভাবে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করার কথা জানিয়েছেন। এই প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছেন, ‘গত দু’দিনে যে অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাতে আমাদের ভূমিকা খুব সামান্য হলেও, নৈতিক দায়িত্ব নিয়েছি আমরা। এ কথা জানিয়ে দিতে চাই যে গত রাতে আমরা কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার সচিব ও কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছি। ৬ জুন, ২০২৫ তারিখে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতিকে চিঠি দিয়ে আমরা পদত্যাগ করেছি।'

গ্রেফতার হবেন ক্রিকেট সংস্থার কর্তারা?

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্যানেজমেন্টের পাশাপাশি কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে শঙ্কর ও জয়রাম গ্রেফতার হতে পারেন। সেই আশঙ্কা থেকেই হয়তো তাঁরা পদত্যাগ করলেন। তবে এরপরেও দায় এড়ানো কঠিন। কারণ, বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police) এই ঘটনার তদন্ত শুরু করেছে। ফলে পদত্যাগ করার পরেও গ্রেফতার হতে পারেন কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা।

আরসিবি ম্যানেজমেন্টের ভুলেই দুর্ঘটনা?

মঙ্গলবার রাতে আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর বুধবার বিকেলে বেঙ্গালুরুতে বিজয় মিছিলের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে আরসিবি ম্যানেজমেন্ট। কিন্তু বেঙ্গালুরু পুলিশ যে বিজয় মিছিলের অনুমতি দেয়নি, সে কথা জানানো হয়নি। ফলে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে পড়েন। এই ভিড় সামাল দেওয়ার মতো প্রস্তুতি পুলিশের ছিল না। এই কারণেই দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। তদন্তে প্রশাসনের গাফিলতির প্রসঙ্গও উঠে আসছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।