সংক্ষিপ্ত

বরাবরের মতো এবারও ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের আগে প্রাক্তন ক্রিকেটারদের কথার লড়াই শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

বিরাট কোহলির সমালোচনা করা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে আক্রমণ করলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি পন্টিং দাবি করেছেন, পাঁচ বছরে মাত্র দু'টি শতরান করলে অন্য কোনও ক্রিকেটার দলে থাকতেন না। অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটের সঙ্গে পন্টিংয়ের কী সম্পর্ক? ওর অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট-রোহিতকে নিয়ে ওর ভাবার কোনও দরকার নেই। ওরা কঠিন প্রকৃতির মানুষ। ওরা ভারতীয় ক্রিকেটের হয়ে অনেক সাফল্য পেয়েছে। ওরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ওরা এখনও কঠোর পরিশ্রম করে। ওরা এখনও ক্রিকেট নিয়ে আবেগপ্রবণ। ওরা এখনও সাফল্য অর্জন করতে চায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ড্রেসিংরুমে সবার জয়ের খিদে আমার কাছে অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমের পাশাপাশি সবার কাছেই এটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, সবার মধ্যেই জয়ের খিদে আছে। বিশেষ করে গত সিরিজে যা হয়েছে, তারপর জয়ের খিদে বেড়ে গিয়েছে।’

বিরাট-রোহিতের খারাপ ফর্ম অব্যাহত

গম্ভীর ক্ষুব্ধ হলেও, টেস্ট ক্রিকেটে বিরাট ও রোহিতের পারফরম্যান্স সত্যিই খারাপ। চলতি বছরে ১১ ম্যাচ খেলে মাত্র ৫৮৮ রান করেছেন রোহিত। তাঁর ব্যাটিংয়ের গড় ২৯.৪০। চলতি বছরে টেস্টে জোড়া শতরান এবং জোড়া অর্ধশতরান করেছেন ভারতের অধিনায়ক। বিরাটের পারফরম্যান্স আরও খারাপ। চলতি বছরে ৬ টেস্ট ম্যাচ খেলে মাত্র ২৫০ রান করেছেন এই তারকা ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের গড় ২২.৭২। চলতি বছরে মাত্র একবার অর্ধশতরান করেছেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই অর্ধশতরান করেন বিরাট।

অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিরাট-রোহিত

এবারই হয়তো শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট-রোহিত। তাঁরা যদি এই সফরে ভালো পারফরম্যান্স দেখাতে না পারেন, তাহলে টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন বলে জল্পনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি, সতীর্থদের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন বিরাট

পারথ টেস্ট ম্যাচে রোহিত শর্মা না খেললে ভারতের ওপেনার কে? জানিয়ে দিলেন গৌতম গম্ভীর

অস্ট্রেলিয়া সফরের আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে অবকাশ যাপন, দক্ষিণ ভারতীয় খাবারে মজে বিরাট কোহলি