সংক্ষিপ্ত

দুরন্ত লড়াই মেলবোর্নে। 

বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব্যাট করে ৪৭৪ রান তোলে তারা। সর্বাধিক ১৪০ রান করেন স্টিভ স্মিথ। কার্যত, দুরন্ত শতরান করেন তিনি। এছাড়াও ওপেনার স্যাম কন্সটাস করেন ৬০ রান, ল্যাবুশাং করেন ৭২ রান।

অন্যদিকে, উসমান খাওয়াজার সংগ্রহে ৫৭ এবং অধিনায়ক প্যাট কামিন্স করেন ৪৯ রান। ভারতের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন যশপ্রীত বুমরা। অপরদিকে ৩টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং আকাশদীপের সংগ্রহে ২টি উইকেট। ওয়াশিংটন সুন্দরের শিকার ১টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কিছুটা বেকায়দায় পড়ে যায় ভারত। যদিও ওপেনার যশ্বসী জয়সওয়াল দুরন্ত লড়াই শুরু করেন প্রথম থেকেই। তাঁর সংগ্রহে ৮২ রান। তবে অধিনায়ক রোহিত শর্মা এবারেও সুবিধা করতে পারলেন না। তিনি করলেন মাত্র ৩ রান।

অন্যদিকে, কেএল রাহুল ২৪ এবং বিরাট কোহলি ৩৬ রানে আউট হন। ক্রিজে ঋষভ পন্থ ৬ রানে এবং জাদেজা ৪ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান। কিন্তু তৃতীয় দিনের শুরুতে পন্থ এবং জাদেজা দুজনেই খুব দ্রুত ফিরে যান। আর সেই কঠিন সময়তেই জ্বলে উঠলেন ভারতের উদীয়মান তারকা নীতিশ কুমার রেড্ডি। টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটি করে ফেললেন তিনি। আর তারপরেই একেবারে ‘পুষ্পা’ আল্লু অর্জুনের সিগনেচর স্টাইলে করলেন সেলিব্রেশন। যেন বুঝিয়ে দিলেন, ‘খেল আভি বাকি হ্যায়’। তবে সেখানেই থেমে থাকলেন না। সম্পূর্ণ করলেন শতরান।

তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ওয়াশিংটন সুন্দর, সংগ্রহে ৫০ রান। ওদিকে অজিদের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। এছাড়া ২টি উইকেট পেয়েছেন নাথান লিয়ন। এদিন বৃষ্টির জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। তারপর আর শুরু কর যায়নি। তাই এরপর আম্পায়াররা ঘোষণা করে দেন, তৃতীয় দিনের খেলা শেষ।

তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান। ক্রিজে নীতিশ ১০৫ রানে এবং মহম্মদ সিরাজ ২ রানে অপরাজিত আছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।