সংক্ষিপ্ত

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে দুই ফল হতে পারে। হয় ভারতের ব্যাটাররা লড়াই করে ম্যাচ ড্র করবেন, না হলে জয় পাবে অস্ট্রেলিয়া। এখনও দুই সেশন বাকি। ফলে উত্তেজনা বজায় রয়েছে।

রোহিত শর্মা, কে এল রাহুলের পর বিরাট কোহলি। মেলবোর্ন টেস্ট ম্যাচের শেষ দিন প্রথম সেশনে চাপের মুখে ব্যর্থ ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ তিন ব্যাটার। ৩৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম সেশন শেষ হওয়ার পর ৩৩ রানে ৩ উইকেট খুইয়ে প্রবল চাপে ভারতীয় দল। এখন আর কেউ ম্যাচ জেতার কথা ভাবছেন না। বরং বাকি দুই সেশন কোনওরকম কাটিয়ে দিয়ে ম্যাচ ড্র করতে পারলেই ভারতীয় শিবিরে স্বস্তি ফিরবে। প্রথম সেশন শেষ হওয়ার পর ক্রিজে যশস্বী জয়সোয়াল। এই তরুণ ওপেনারের ব্যাটের দিকে তাকিয়ে ভারত।

ভারতের তারকা ব্যাটারদের সমস্যা কী?

মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিন যে পিচে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন ও পেসার স্কট বোল্যান্ড দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন, পঞ্চম দিন সেই পিচেই ব্যর্থ রোহিত, রাহুল, বিরাট। নেতিবাচক মানসিকতাই কি ভারতের তারকা ব্যাটারদের কাল হল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখতে হলে মেলবোর্নে জয় জরুরি ছিল। কিন্তু শেষ দিন জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ের বদলে ড্রয়ের লক্ষ্যে ব্যাটিং শুরু করেন রোহিত। ভারতের অধিনায়ক ৪০ বল খেলে ৯ রান করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে মিচেল মার্শকে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫ বল খেলে রান করার আগেই কামিন্সের বলে উসমান খাজাকে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। ২৯ বল খেলে ৫ রান করে মিচেল স্টার্কের বলে খাজার হাতে ধরা পড়লেন বিরাট

বাকি ২ সেশনে টিকে থাকবে ভারতের ব্যাটিং লাইনআপ?

মেলবোর্ন টেস্ট ম্যাচের শেষ দিন এখনও ৬৫.৫ ওভার খেলা বাকি। ভারতীয় দলের হাতে ৭ উইকেট। ১৪ রান করে অপরাজিত যশস্বী। তিনিই এখন দলের ভরসা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দলের প্রয়োজনের সময় ফের ব্যর্থ রোহিত-রাহুল, মেলবোর্নে শেষ দিন ম্যাচ বাঁচাতে পারবে ভারত?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি কবে? দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড, কী করলেন বুমরা?