মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট ম্যাচে ভালো জায়গায় নেই ভারতীয় দল। ফের বড় রান করতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। এরই মধ্যে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি শুক্রবার ভারতের প্রথম ইনিংসে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৮৬ বলে ৩৬ রান করে স্কট বোল্যান্ডের বলে অ্যালেক্স কেরিকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। বিরাট যখন গ্যালারির নীচ দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন দর্শকদের একাংশ তাঁকে কটূক্তি করেন। ড্রেসিংরুমের দিকে যেতে যেতে ঘুরে দাঁড়ান বিরাট। তিনি গ্যালারির দিকে এগিয়ে গিয়ে দর্শকদের দিকে তাকিয়ে পাল্টা কিছু বলেন। সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিরাটকে বুঝিয়ে ড্রেসিংরুমের দিকে নিয়ে যান। ফলে পরিস্থিতি শান্ত হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই ভারতের তারকা ব্যাটারের প্রতি দর্শকদের এই আচরণের নিন্দা করছেন।

বৃহস্পতিবারের ঘটনার জেরে বিরাটকে কটূক্তি?

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরাট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের দশম ওভার শেষ হওয়ার পর মাঠে অবস্থান বদল করার সময় কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেন বিরাট। পাল্টা তাঁকে কিছু বলেন কনস্টাস। তাঁর দিকে এগিয়ে গিয়ে উত্তেজিতভাবে বিরাটও কিছু বলেন। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা এবং আম্পায়াররা পরিস্থিতি সামাল দেন। এই ঘটনার জেরে বিরাটের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। কনস্টাসের সঙ্গে বচসার জেরেই মেলবোর্নের দর্শকদের একাংশ বিরাটকে কটূক্তি করলেন বলে ধারণা ভারতীয় শিবিরের।

Scroll to load tweet…

ফের বড় স্কোর করতে ব্যর্থ বিরাট

পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করেন বিরাট। কিন্তু এরপর থেকেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই তারকা ব্যাটার। এই কারণে তাঁর উপর চাপ তৈরি হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।