২০২৩ সালে সিএসক-এর হয় আইপিএলে খেলে ট্রফি জিতেছিলেন তিনি। তবে এরপর আইপিএল থেকেও অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আইপিএল-এর ময়দানে কি ফের দেখা যাবে সকলের প্রিয় ধোনিকে? ২০২৩ সালে সিএসক-এর হয় আইপিএলে খেলে ট্রফি জিতেছিলেন তিনি। তবে এরপর আইপিএল থেকেও অবসর নেওইয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে কি সিএসকে-এর হলুদ জার্সিতে দেখা যাবে মাহিকে? প্রশ্ন ঘনিয়েছিল ক্রিকেট প্রেমীদের মনে। এবার সেই জল্পনার অবসান করে নতুন ইঙ্গিত দিলেন মাহি। ২০২৪-এর আইপিএলও হলুদ জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে মাহিকে। সম্প্রতি এক ইভেন্টে এসে এমনটাই জানিয়েছেন ধোনি। এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত আপামর ক্রিকেট প্রেমীরা। 

Scroll to load tweet…

সম্প্রতি একটি ইভেন্টে গিয়েছিলেন মাহি। সেখানেই পরবর্তী আইপিএল- নিজের উপস্থিতি প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। তিনি জানিয়েছেন ২০২৪ সালের আইপিএলে আরও একবার ব্যাট ঘোরাতে চান তিনি। এর পরই সঞ্চালক মাহিকে প্রশ্ন করেন তঁর ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রসঙ্গে। এ বিষয় মাহি স্পষ্ট জানিয়েছেন যে তিনি শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেয় থেকে অবসর নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও খেলবেন। তাঁর কথায়,'আমি শুধুমাত্রান্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি।'

Scroll to load tweet…

অন্যদিকে এই প্রচন্ড সোশ্যাল মিডিয়া নির্ভর যুগেও নিজেকে লাইম লাইটের আড়ালে রাখতে চান এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় ব্রান্ড মহেন্দ্র সিং ধোনি। এই ইভেন্টে মাহি আরও বলেন যে একজন ভালো মানুষ হওয়া কতটা গুরুত্বপূর্ণ। তিনি এদিন বলেন তিনি চিরদিন একজন ভালো মানুষ হিসেবে মানুষের মনে থেকে যেতে চান।