সংক্ষিপ্ত

টি-২০ ফর্ম্যাটে কোনও দলকেই হেলাফেলা করা যায় না। যে কোনও সময়ই ম্যাচের রং বদলে যেতে পারে। এই ফর্ম্যাটে ছোট-বড় দল বলে কিছু হয় না। সেটা ফের প্রমাণ করে দিল সংযুক্ত আরব আমিরশাহি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লেন মহম্মদ ওয়াসিম, বৃত্ত অরবিন্দরা। ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় পেল সংযুক্ত আরব আমিরশাহি। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে সহজেই ৭ উইকেটে জয় পেল আমিরশাহি। ২৯ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখলেন অধিনায়ক ওয়াসিম। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন আসিফ খান। বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান আয়ান খান। তিনি ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ জাওয়াদুল্লাহ। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান মার্ক চাপম্যান। কিন্তু কোনও বোলরাই খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তার ফলেই ঐতিহাসিক জয় পেল আমিরশাহি।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আমিরশাহির অধিনায়ক ওয়াসিম। ৮ উইকেটে ১৪২ রান করে নিউজিল্যান্ড। সর্বাধিক ৬৩ রান করেন চাপম্যান। তাঁর ৪৬ বলের ইনিংসে ছিল ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ওপেনার চ্যাদ বাওয়েস করেন ২১ রান। জেমস নিশমও করেন ২১ রান। আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। ওপেনার টিম সিফার্ট করেন ৭ রান। মিচেল স্য়ান্টনার করেন ১ রান। প্রথম বলেই আউট হয়ে যান ডেন ক্লিভার (০)। কোল ম্যাককনি করেন ৯ রান। র‍্যাচিন রবীন্দ্র করেন ২ রান। ৮ রান করে অপরাজি থাকেন কাইল জেমিয়েসন। ৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক টিম সাউদি। আমিরশাহির হয়ে আয়ান ও জাওয়াদুল্লাহ ছাড়াও উইকেট পান আলি নাসির, জহুর খান ও মহম্মদ ফরজউদ্দিন।

রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই ওপেনার আরিয়ানশ শর্মার (০) উইকেট হারায় আমিরশাহি। সেই সময় মনে হচ্ছিল সহজ জয় পাবে নিউজিল্যান্ড। কিন্তু প্রথমে অরবিন্দ (২৫) ও তারপর আসিফকে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ওয়াসিম। ১২ রান করে অপরাজিত থাকেন বাসিল হামিদ। ১৫.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় আমিরশাহি। নিউজিল্যান্ডের হয়ে ১ উইকেট করে নেন সাউদি, স্যান্টনার ও জেমিয়েসন।

এই সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল আমিরশাহি। রবিবার তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতবে আমিরশাহি

আরও পড়ুন-

সোমবার এশিয়া কাপের দল নির্বাচনী বৈঠক, থাকছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়

রবিবার ভারত-আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ, ফের বিঘ্ন ঘটাবে বৃষ্টি?

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির