সংক্ষিপ্ত
CSK vs DC Live Updates: এককথায় বলাই চলে দুরন্ত জয়। চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে হারিয়ে দিল দিল্লী।
CSK vs DC Live Updates: আইপিএল-এর (IPL 2025) আরও একটি হাইভোল্টেজ ম্যাচে শনিবার দুপুরে, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (Chennai Super Kings vs Delhi Capitals)। সেই ম্যাচেই চেন্নাইকে ২৫ রানে হারিয়ে দিল দিল্লী।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে দিল্লী (IPL 2025 live score)। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লী (DC)। শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। কারণ ওপেনার ম্যাকগ্রাক ফিরে যান খালি হাতে। তবে হ্যাঁ, দলের হাল ধরেন নির্ভরযোগ্য ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) এবং খেলেন ৫১ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস (CSK vs DC 2025)।নিঃসন্দেহে লড়াকু একটি ইনিংস বলাই যায়। তাঁর জন্যই বড় রান খাড়া করতে সক্ষম হয় ক্যাপিটালসরা। তবে তাঁকে যোগ্য সঙ্গত দেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। তিনি করেন ২০ বলে ৩৩ রান (IPL 2025 live score)।
এছাড়া অধিনায়ক অক্ষর প্যাটেলের সংগ্রহে ২১ রান। সমীর রিজভি করেন ২০ এবং ট্রিস্টাস স্টাবসের ঝুলিতে ১২ বলে ২৪ রান। নিঃসন্দেহে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার চেষ্টা করে গেছে বড় রান তোলার। যেটা দিল্লী দলের টিম কম্বিনেশনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দিক। আর সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে দিল্লী ক্যাপিটালস (CSK vs DC Live score)।
অন্যদিকে, চেন্নাইয়ের (CSK) হয়ে ২উইকেট নিয়েছেন খলিল আহমেদ (Khaleel Ahmed)। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ এবং মাথিশা পাথিরানা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে সিএসকে। ওপেনার রাচিন রবীন্দ্র ফিরে যান মাত্র ৩ রানে। অপরদিকে ডেভন কনওয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই ম্যাচে। সংগ্রহে মাত্র ১৩ রান। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ঝুলিতে মাত্র ৫ রান। এছাড়া শিবম দুবে ১৮ রান এবং জাদেজা করেন ২ রান।
বিজয় শঙ্কর এবং ধোনি একটু লড়াই করেন, তবে সেই লড়াই কোনও কাজেই আসেনি। কারণ, তাদের স্লথ ব্যাটিং। বিজয় শঙ্কর করেন ৫৪ বলে ৬৯ রান এবং ধোনির সংগ্রহে ২৬ বলে ৩০ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে সক্ষম হয় চেন্নাঙে
দিল্লী জিতল ২৫ রানে এবং ম্যাচের সেরা কেএল রাহুল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।