সংক্ষিপ্ত

DC vs LSG Live Updates: আইপিএল-এর মঞ্চে কার্যত, হাড্ডাহাড্ডি লড়াই। 

DC vs LSG Live Updates: আইপিএল মানেই যেন ধুন্ধুমার ক্রিকেট। চতুর্থ ম্যাচে তা আরও একবার প্রমাণিত হল। বিশাখাপত্তনমে সোমবার, মুখোমুখি হয় দিল্লী ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই ১ উইকেটে জয় পেল দিল্লী।  

এই ম্যাচে আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals)। যদিও ব্যাট করতে নেমে কিছুটা বেকায়দায় পড়ে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ওপেনার এইডেন মার্করাম ফিরে যান মাত্র ১৫ রানে (dc vs lsg live score)।

কিন্তু জ্বলে ওঠেন অপর আরেক ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh)। তাঁকে যোগ্য সঙ্গত দেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। মার্শ ৩৬ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যার মধ্যে ছিল ৬টি চার এবং ৬টি ছয়। অন্যদিকে, নিকোলাসের সংগ্রহে ৩০ বলে ৭৫ রান। তাঁর এই অনবদ্য ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৭টি ছয়।

তবে অধিনায়ক ঋষভ পন্থ নিরাশ করলেন। প্যাভিলিয়নে ফিরে গেলেন খালি হাতেই। তবে ডেভিড মিলার ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এবং শেষপর্যন্ত অপরাজিত ছিলেন।

তবে শেষদিকে আয়ূষ বাদোনি ৪ রান, শাহবাজ আহমেদ ৯ রান স্কোরবোর্ডে যোগ করেন। আর সেই সুবাদেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে লখনউ সুপার জায়ান্টস (dc vs lsg live update)।

এদিকে দিল্লীর হয়ে ৩টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং ২টি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট পেয়েছেন ভিপরাজ নিগম এবং মুকেশ কুমার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দিল্লী। ফ্যাফ ডু প্লেসি করেন মাত্র  ২৯ রান। অভিষেক পোড়েল শূন্য রানে ফিরে যান। অধিনায়ক অক্ষর প্যাটেলের সংগ্রহে ২২ রান। যখন প্রায় সবাই ধরেই নিয়েছে যে দিল্লী এই ম্যাচ হারতে চলেছে। ঠিক তখনই যেন আবারও ২২ গজ প্রমাণ করে দিল যে, ক্রিকেটকে কেন অনিশ্চয়তার খেলা বলা হয়ে থাকে। ট্রিস্টান স্টাবস করলেন ৩৪ রান। তবে যার কথা না বললেই নয়, তিনি হলেন আশুতোষ শর্মা। দুর্দান্ত বললেও হয়ত কম বলা হবে। 

খেললেন ৩১ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত করলেন ভিপরাজ নিগম। তাঁর ঝুলিতে ১৫ বলে ৩৯ রান। সেই সুবাদেই ম্যাচ বের করে নিয়ে গেল দিল্লী। আশুতোষের বিধ্বংসী ব্যাটিং-এ ভর করেই, ১৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১১ রান তুলে নেয় দিল্লী ক্যাপিটালস। 

জয় ১ উইকেটে এবং ম্যাচের সেরা আশুতোষ শর্মা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।