সংক্ষিপ্ত
মাঝে আর মাত্র এক মাস।
তবে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন আইপিএল-এর উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচটি কলকাতাতেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ইডেনে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে শুধু বেঙ্গালুরু নয়, মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে অবশ্য কলকাতা একটি করেই ম্যাচ খেলতে নামবে।
কবে কবে খেলতে নামবে কেকেআর?
২২ মার্চ, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২৬ মার্চ, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
৩১ মার্চ, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
৩ এপ্রিল, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
৬ এপ্রিল, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস
১১ এপ্রিল, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস
১৫ এপ্রিল, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস
২১ এপ্রিল, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স
২৬ এপ্রিল, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস
২৯ এপ্রিল, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লী ক্যাপিটালস
৪ মে, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
৭ মে, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস
১০ মে, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
১৭ মে, ২০২৫ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
উল্লেখ্য, এই ১৪টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ হবে আবার ইডেন গার্ডেন্সে। অন্যদিকে, আবার ২২ মার্চ বেঙ্গালুরু, ৩ এপ্রিল হায়দ্রাবাদ, ৬ এপ্রিল লখনউ, ২১ এপ্রিল গুজরাত, ২৬ এপ্রিল পাঞ্জাব, ৪ মে রাজস্থান এবং ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কেকেআর (KKR)।
ওদিকে আবার ২৬ মার্চ রাজস্থান, ৩১ মার্চ মুম্বই, ১১ এপ্রিল চেন্নাই, ১৫ এপ্রিল পঞ্জাব, ২৯ এপ্রিল দিল্লী, ১০ মে হায়দ্রাবাদ এবং ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।