সংক্ষিপ্ত
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা যুবরাজ সিং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এরপর তিনি মাঠে ফেরেন। ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম বিলিংসও ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।
ত্বকের ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হয়েছে। সেরে ওঠার জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছে। মঙ্গলবার এমনই জানালেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার স্যাম বিলিংস। তিনি এখন ক্যান্সার সচেতনতার প্রচার করছেন। সূর্যরশ্মি ত্বকের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে, সে বিষয়ে সতীর্থদের সচেতন করে দিচ্ছেন বিলিংস। তিনি নিজের রোগ সম্পর্কে বলেছেন, ‘আমার টিউমার হয়েছিল। সেই টিউমার ০.৬ মিলিমিটার গভীর ছিল। পরে সেই টিউমার ০.৭ মিলিমিটার গভীর হয়ে যায়। তখন টিউমারটি সত্যিই বিপজ্জনক হয়ে গিয়েছিল। আমি যদি পরবর্তী পরীক্ষার জন্য ৬ মাস অপেক্ষা করতাম, তাহলে আমার রোগের অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারত। এসব ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যায় না।’
নিজের কাউন্টি কেন্টে শারীরিক পরীক্ষার সময় বিলিংসের ত্বকের ক্যান্সার ধরা পড়ে। এরপরেই শুরু হয় মারণ রোগের বিরুদ্ধে লড়াই। তবে সেই লড়াইয়ে জয় পেয়েছেন এই ক্রিকেটার। তিনি এখন কাউন্টি ক্রিকেট খেলছেন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে বিলিংস বলেছেন, ‘আমার ক্যান্সার ধরা পড়ার পর জীবনে বদল আসে। আমি জীবনে কী করতে চাই, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সবকিছু ঠিকঠাক করার বদলে নিজে যেটা চাই সেই সিদ্ধান্ত নিতে শুরু করি। জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। আমি ক্রিকেট মাঠে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছি। কিন্তু তারপরেও অনেক সময়ই শুধু অন্যদের জন্য জল বয়ে নিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়েছে। আমি অনুভব করেছি, ক্রিকেটে সবসময় সবকিছু ভালো হয় না। আমি এখন এই দৃষ্টিভঙ্গি থেকে ক্রিকেটকে দেখছি। আমি এখন অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠেছি।’
জাতীয় ও কাউন্টি দলের সতীর্থ এবং ক্রিকেটপ্রেমীদের জন্য সতর্কবার্তা দিয়েছেন বিলিংস। তিনি বলেছেন, কারও পক্ষেই বেশিক্ষণ রোদে থাকা উচিত নয়। এই ক্রিকেটারের বার্তা, ‘আমি পেশাদার খেলার কথা বলছি না। ক্লাব ক্রিকেটে যাঁরা খেলা দেখতে আসছেন, তাঁদের সতর্ক করে দিতে চাই। আমি সম্প্রতি লর্ডসে খেলেছি। সেদিন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তাতেও আমি রোদে তেতে উঠেছিলাম। ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও অনেক সময় রোদে ত্বক পুড়ে যেতে পারে। আমরা সানস্ক্রিন ব্যবহার করি। কিন্তু সব দেশেই এ বিষয়ে মানুষ সমান সচেতন নন। আমি চাই ক্রিকেটে সবাই সচেতন হয়ে উঠুন। রোদ উঠলেই নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।’
আরও পড়ুন-
IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো-ওভার রেট, নীতীশ রানার ১২ লক্ষ টাকা জরিমানা
IPL 2023: চোট পেয়ে ছিটকে যাওয়া জোফ্রা আর্চারের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ানসে ক্রিস জর্ডান
IPL 2023 : পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের