বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টে ভারতীয় দল লড়াই করছে। 

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচটি চলছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া বেশ বড় স্কোর খাড়া করেছে। বিশেষ করে স্টিভ স্মিথের কথা বলত্যেই হয়। তাঁর ১৪০ রানের দুরন্ত ইনিংসের সুবাদে অজিরা ভালো জায়গায় পৌঁছে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৪৭৪ রান। 

এদিকে ভারতের হয়ে শুভমান গিল ৮২ রান করেন। অন্যদিকে, নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত লড়াকু সেঞ্চুরি ভারতকে লড়াইতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তৃতীয় দিনের খেলা শুরু করেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। দল যখন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে, তখন সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা ছিল পন্থের থেকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন পন্থ। একটি ভুল শট খেলে আউট হয়ে যান। আর এরপরেই যথেষ্ট ক্ষুব্ধ হওন সমর্থকরা।

Scroll to load tweet…

উল্লেখ্য, ম্যাচটির ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি মাইকে বলে ওঠেন, "বোকা, বোকা!" তিনি আরও বলেন, "ওই দিকে দুজন ফিল্ডার আছে, তুমি জানো না? জেনেও কেন ওই শট খেললে? ভারতের এই অবস্থায় আমরা এমন শট চাইনি।"

তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান। ক্রিজে নীতিশ ১০৫ রানে এবং মহম্মদ সিরাজ ২ রানে অপরাজিত আছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।