সংক্ষিপ্ত

ভারত এবং অস্ট্রেলিয়া মঙ্গলবার পার্থ স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে।

বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া দলকে সতর্ক করে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। বিরাট কোহলিকে উস্কানি না দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন তিনি। ভারত এবং অস্ট্রেলিয়া মঙ্গলবার পার্থ স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে, এবং কোহলিই হলেন মূল আকর্ষণ।

কোহলিকে নিয়ে ওয়াটসন বলেছেন, ''বিরাট সম্পর্কে আমি একটা জিনিস জানি, তার ভেতরের আগুনটা খুবই প্রখর। সেটা যেকোনও সময় জ্বলে উঠতে পারে। তবে এটাও সত্যি যে, তাঁর ক্যারিয়ারের আগের ঔজ্জ্বল্য এখন আর নেই। প্রতিটা ম্যাচ একইভাবে খেলা খুবই কঠিন। তবে অস্ট্রেলিয়ার এই বিষয়টি মাথায় রাখা উচিত। তাকে উস্কানি না দেওয়াই ভালো। মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ায় কোহলির দুর্ধর্ষ রেকর্ড আছে। এখানে খেললে কোহলি নিজেকে উজাড় করে দেয়। সেজন্যই অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি সফল।''

মোট ১৩ টি ম্যাচে ৫৪ গড়ে ৬টি সেঞ্চুরি সহ ১,৩৫৩ রান করেছেন কোহলি অস্ট্রেলিয়ায়। গত ২০১৮ সালে, সেঞ্চুরি পাওয়া অপ্টাস স্টেডিয়াম সম্পর্কেও তার স্পষ্ট ধারণা আছে। এদিকে, ২২ তারিখে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেবেন ভারতকে। রোহিতের অনুপস্থিতিতে কে এল রাহুল ইনিংস ওপেন করবেন। স্ত্রীর প্রসবের কারণে দেশে রয়েছেন রোহিত। দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন তিনি। এই পরিস্থিতিতেই দল পরিবর্তন করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, দেবদূত পাদিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (অধিনায়ক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নিতীশ কুমার রেড্ডি, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।