হটাৎ করেই নবান্নে পৌঁছে গেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

জানা গেছে, ঐ সময়টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। যদিও কেন আচমকা তিনি এদিন নবান্নে পৌঁছে গেলেন, তা এখনও অজানা সবার। ঠিক কী নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, তাও জানা যায়নি।

মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এদিকে গত বছর এই সম্মেলনের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। একদিকে বিভিন্ন দেশের কনসাল জেনারেল এবং আরেকদিকে রাজ্যের প্রধান শিল্পকর্তাদের নিয়ে এই বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার সেই বৈঠকে মমতার পাশের আসনেই দেখা গেছিল সৌরভকে। সেখানেই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছিলেন, তৃতীয় ইস্পাত কারখানা শীঘ্রই সামনে আসবে।

উল্লেখ্য, BGBS-এর মঞ্চেও হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেট আইকন তথা মহারাজ। মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়ে সেখানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছেন, যাতে বাংলাও এগিয়ে যায়। আমি ব্যবসা বিশেষ বুঝি না। তবে গত এক বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করার অভিজ্ঞতা থেকে বুঝেছি যে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই নয় ওনার দফতর থেকেও অনেক সাহায্য এবং সমর্থন পেয়েছি। এই রাজ্য আরও বিনিয়োগ টানবে বলেই আমার আশা।”

আর সেই বাণিজ্য সম্মেলনের পরেই মঙ্গলবার, নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সৌরভ। জানা গেছে, বিকেল ৫.৩০ মিনিট নাগাদ তিনি নবান্নে পৌঁছে যান। প্রায় ৪৫ মিনিট কাটিয়ে ঠিক সন্ধ্যা ৬.১৫ মিনিট নাগাদ নবান্ন থেকে বেরিয়ে যান তিনি।

সূত্রের খবর, ১০০ কোটি টাকা দিয়ে শালবনিতে ৩৫০ একর জমি কিনেছেন সৌরভ। তিনি জানিয়েছেন, সরকারি টেন্ডারের মাধ্যমে জমি কেনা হয়েছে। এই জমি আগে প্রয়াগের হাতে ছিল। প্রয়াগের এই জমি ২০ লাখ একর হিসেবে কিনেছেন সৌরভ।

অর্থাৎ, মোট ১০০ কোটি টাকা। কিন্তু এই জমি নিয়ে হটাৎই জটিলতা তৈরি হয়। যেখানে প্রয়াগ গ্রুপ আদালতে দাবি করে যে, এই জমির বর্তমান মূল্য ২৭০০ কোটি টাকা! এই ইস্যুতে পরবর্তী ১৩ ফেব্রুয়ারি শুনানি রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে নিলেন সৌরভ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।