৫১ বছর পূর্ণ করলেন, জন্মদিনে কী ঘোষণা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? জারি জল্পনা
৭ ও ৮ জুলাই পরপর ২ দিন ভারতীয় ক্রিকেট দলের ২ প্রাক্তন অধিনায়কের জন্মদিন। ৭ জুলাই জন্মদিন মহেন্দ্র সিং ধোনির এবং ৮ জুলাই জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
- FB
- TW
- Linkdin
জন্মদিনে বিশেষ একটি ঘোষণা করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করে জানান, এবারের জন্মদিনে তিনি বিশেষ একটি ঘোষণা করতে চলেছেন। তবে সেই ঘোষণা কী, সেটা জানা যায়নি।
শনিবার ৫১ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
১৯৭২ সালের ৮ জুলাই জন্ম হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শনিবার ৫১ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
জন্মদিনের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
জন্মদিনের কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ভিডিওতে তাঁর খেলা ও অনুশীলনের ক্লিপিংস রয়েছে।
বায়োপিক না রাজনীতিতে যোগদান? জন্মদিনে কী ঘোষণা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
বেশ কিছুদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে। এবারের জন্মদিনে সেই ঘোষণা করতে পারেন সৌরভ। আবার শোনা যাচ্ছে, তাঁর বায়োপিক সংক্রান্ত ঘোষণাও হতে পারে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি এবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ করার লক্ষ্যে বিজেপি?
পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হয়েছে। ফলে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেই হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। জল্পনা চলছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে হয়তো রাজ্যসভার সাংসদ করতে চাইছে বিজেপি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে অবশ্য খবর, তিনি রাজনীতিতে যোগ দিতে চাইছেন না
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি এবারের জন্মদিনে নতুন একটি অ্যাপ লঞ্চের কথা ঘোষণা করতে পারেন।
এ বছরের শেষদিকে শুরু হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং কয়েক মাস পর শুরু হতে পারে। প্রযোজকদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন বাংলার মহারাজ।
আপাতত যুক্ত না থাকলেও ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে ফিরতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর থেকে আপাতত ক্রিকেটের সঙ্গে যুক্ত নেই সৌরভ। তবে তিনি ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে ফিরতে পারেন।
ভুল করে ইরফান পাঠানের ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
জন্মদিনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইটারে নিজের ব্যাটিংয়ের যে ভিডিও ক্লিপিংস শেয়ার করেছেন, তার মধ্যে প্রাক্তন সতীর্থ ইরফান পাঠানের ব্যাটিংয়ের ভিডিও রয়েছে। সেটা দেখে মজা করছেন ইরফান।