সংক্ষিপ্ত
জাতীয় দলের (Indian Cricket Team) কোচ হতে অনীহা। কিন্তু আইপিএলে (IPL) যেকোনও দলের কোচ হতে রাজি বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)।
জাতীয় দলের (Indian Cricket Team) কোচ হতে অনীহা। কিন্তু আইপিএলে (IPL) যেকোনও দলের কোচ হতে রাজি বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)।
এমনকি, তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর আইপিএল থেকে জাতীয় দলের কোচ হলেও তাতে একদমই সায় নেই সেহওয়াগের। একটি সাক্ষাৎকারে সেহওয়াগ জানিয়েছেন, “ভারতীয় দলের হয়ে আমি কোচ হতে রাজি নই। কিন্তু আইপিএল-এর কোনও দল যদি কোচিংয়ের প্রস্তাব দেয়, তাহলে আমি সেই বিষয়ে ভাবনাচিন্তা করতে রাজি আছি। শুধু তাই নয়, ভারতের কোচ হলে আগে ১৫ বছর ধরে যে রুটিন মেনে চলেছি, সেখানেই চলে যেতে হবে।”
তাঁর কথায়, “ভারতীয় দলে খেলার সময় বছরে অন্তত ৮ থেকে ৯ মাস বাইরেই থাকতে হত। এখন আমার সন্তানদের বয়স ১৪ এবং ১৬ বছর। তাই ওদের আমাকে ভীষণ দরকার। তাছাড়া দুজনই দিল্লীতে ক্রিকেট খেলে। একজন ওপেনার এবং অপরজন অফ-স্পিনার। তাই ক্রিকেট নিয়ে ওদের জন্য সময় দিতে হবে আমাকে।”
সেহওয়াগের কথায়, “আমি ভারতের কোচ হলে ওদের ছেড়ে থাকা খুবই কষ্টকর হবে। স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য একটুও সময় দিতে পারব না। তবে হ্যাঁ, আইপিএলে কোনও দলের কোচ বা মেন্টর হওয়ার প্রস্তাব এলে আমি ভেবে দেখতে রাজি আছি। হয়েও যেতেও পারি।”
প্রসঙ্গত, গম্ভীরের কোচ হওয়ার আগে সেহওয়াগের নাম নিয়ে বেশ চর্চা হয়েছিল সংবাদমাধ্যমে। তবে তখনও কিন্তু জাতীয় দলের কোচ হতে রাজি হননি তিনি। এবার আবারও সেই একই সুরে কথা বললেন জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ওপেনার।
কিন্তু এবার একটি নতুন সংযোজন রয়েছে। আইপিএল-এর কোনও দল যদি কোচিংয়ের প্রস্তাব দেয়, তাহলে তিনি সেই বিষয়ে ভাবনাচিন্তা করতে রাজি আছেন বলে জানালেন সেহওয়াগ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।