সংক্ষিপ্ত

পরাজয়ের সঙ্গে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশাও যেন শেষ হয়ে গেল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও হেরে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। মুম্বাইয়ে হারের সঙ্গে ভারত সিরিজও হারল। শুধু তাই নয়, নিউজিল্যান্ড সিরিজটি সাদা ধুয়ে দিল। মুম্বাই টেস্টে ২৫ রানে হেরেছে ভারত। ১৪৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজনের পর ১২১ রানে অলআউট হয় ভারত। ভারতের টেস্ট ইতিহাসে এটাই প্রথমবার ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে সম্পূর্ণ পরাজয়।

এই পরাজয়ের সঙ্গে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশাও শেষ হয়ে গেল। বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ভারত। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে চারটি জিতলে তবেই অন্য দলের উপর নির্ভর না করে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে পারবে। পরাজয়ের পর ভারতীয় দলে পরিবর্তন আনার কথা বলছেন প্রাক্তন নিউজিল্যান্ড তারকা এবং বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল। মালায়ালাম তারকা সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার কথা বলছেন ডুল।

স্পিনের বিরুদ্ধে সঞ্জুর দক্ষতার কথা উল্লেখ করেছেন ডুল। তাঁর কথায়... ''স্পিনারদের ভালোভাবে খেলতে পারে এমন খেলোয়াড়দের ভারতীয় দলে আনা উচিত। সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার এই ধরনের খেলোয়াড়। তাদের দুজনকেই ভারতীয় দলে নেওয়া উচিত।'' স্পষ্ট করে জানিয়েছেন ডুল।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯-৫ এ ভেঙে পড়ার পর অর্ধশতরান করে ঋষভ পন্ত জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু মধ্যাহ্নভোজনের পর আজাজ প্যাটেলের বলে ঋষভ পন্ত আউট হলে ২৫ রানের ব্যবধানে হেরে যায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে আজাজ প্যাটেল ৫৭ রানে ছয় উইকেট নেন। ভারতের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন আজাজ। গ্লেন ফিলিপস তিন উইকেট নিয়েছিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।