সংক্ষিপ্ত

নয়া ভূমিকায় সঞ্জু স্যামসন (Sanju Samson)। ক্রিকেট খেলার পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।

নয়া ভূমিকায় সঞ্জু স্যামসন (Sanju Samson)। ক্রিকেট খেলার পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।

এবার দল কিনেছেন এই ভারতীয় ক্রিকেটার। তবে ক্রিকেট নয়, ফুটবল (Football) দল কিনেছেন তিনি। কেরালা সুপার লিগে (Kerala Super League) মালাপ্পুরম এফসি-র অন্যতম মালিক হয়েছেন সঞ্জু। সোমবার, কোচির মাঠে ফোর্সা কোচিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তাঁর দল মালাপ্পুরম।

তারপরই তারা ঘোষণা করেছে যে, দলের নতুন মালিক হয়েছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক তথা তরুণ ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। প্রসঙ্গত, মালাপ্পুরম দলের মালিক ছিলেন আজমল বিসমি, আনোয়ার আমিন এবং বেবি নীলাম্ব্র।

সেই তালিকায় এবার যুক্ত হল সঞ্জুর নাম। সঞ্জুর মতো ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) খেলা একজন ক্রিকেটার দলের মালিক হওয়ায় খুশি মালাপ্পুরমের ফুটবলাররাও।

উল্লেখ্য, এবার থেকেই প্রথম শুরু হয়েছে কেরালা সুপার লিগ। মোট ৬টি দল এবারের লিগে খেলছে। এখনও পর্যন্ত অবশ্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) অনুমোদন পায়নি এই প্রতিযোগিতা। তবে কেরালা সুপার লিগকে কেন্দ্র করে সেই রাজ্যে ফুটবল নিয়ে যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে, তাতে খুব তাড়াতাড়ি এই লিগও ফেডারেশনের নজরে পড়বে বলেই আশাবাদী ফুটবল দলের মালিকরা।

অন্যদিকে, এইমুহূর্তে দলীপ ট্রফির (Duleep Trophy) খেলায় ভারত-ডি দলে রয়েছেন সঞ্জু। প্রথমে সুযোগ না পেলেও, ঈশান কিশান চোট পাওয়ার পর সঞ্জুকে দলে নেওয়া হয়েছে। যদিও প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। কারণ, প্রথম ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলেছেন শ্রীকর ভরত। এমনকি, বাংলাদেশ সিরিজ়েও জায়গা হয়নি সঞ্জুর।

তবে এইসবকিছুর মাঝেই এবার নতুন ভূমিকায় দেখা গেল তাঁকে। কেরালা সুপার লিগে মালাপ্পুরম এফসি-র অন্যতম মালিক হলেন তরুণ ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। খুশি সেই দলের ফুটবলার থেকে সমর্থক সবাই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।