- Home
- Sports
- Cricket
- Women T20 World Cup: মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে পুরস্কার মূল্য কত জানেন? বলল আইসিসি
Women T20 World Cup: মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে পুরস্কার মূল্য কত জানেন? বলল আইসিসি
- FB
- TW
- Linkdin
আগেরবারের তুলনায় দ্বিগুণ পুরস্কার মূল্য
গত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের তুলনায় অনেক বেশি পুরস্কার মূল্য দেওয়া হবে এবার।
চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন স্মৃতি মান্ধানারা?
মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ কোটি ৬৬ লাখ টাকা পুরস্কার হিসেবে দেবে আইসিসি।
যা গত ২০২৩ সালের তুলনায় ১৩৪ শতাংশ বেশি
এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে, রানার্স দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা।
সব স্তরেই এবার পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে আইসিসি
শুধু দুই ফাইনালিস্ট দলের জন্য নয়, মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে পরাজিত দলগুলি আগের তুলনায় তিনগুণ বেশি আর্থিক পুরস্কার পাবে। তাদের দেওয়া হবে ৬ লক্ষ ৭৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা।
টি-২০ বিশ্বকাপে পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা দলগুলি কত টাকা পাবে?
তারা ২ লাখ ৭০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা করে পাবে। নবম এবং দশম স্থানে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।
গ্রুপ পর্বের ম্যাচে যারা জিতবে, তারা কত টাকা করে পাবে?
গ্রুপ পর্বের ম্যাচে জয়ের জন্য গতবারের তুলনায় এবার ৭৮ শতাংশ বেশি টাকা পাবে দলগুলি। গতবার গ্রুপ পর্বের ম্যাচে জয়ী দলগুলিকে দেওয়া হয়েছিল ১৭ হাজার ৫০০ ডলার, অর্থাৎ প্রায় ১৪ লাখ ৬৬ হাজার টাকা। তবে এবার দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। মানে প্রায় ২৬ লাখ টাকা।
সঙ্গে থাকছে আর্থিক পুরস্কার
টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯৪ লাখ টাকা করে পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই এই অর্থ দেবে আইসিসি।
সবমিলিয়ে এবার অর্থের ছড়াছড়ি
মহিলা ক্রিকেট বিশ্বকাপে এবার বাড়তি নজর আইসিসির।