সংক্ষিপ্ত

ICC Champions Trophy 2025: ভারতীয় ক্রিকেট দলে এখন কোনও বাঙালি খেলোয়াড় নেই। তবে সাপোর্ট স্টাফ হিসেবে একজন বঙ্গসন্তান আছেন। তিনি ক্রিকেটারদের সাহায্য করেন।

ICC Champions Trophy 2025: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দেড় দশকেরও বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ঋদ্ধিমান সাহাও (Wriddhiman Saha) পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপর আর কোনও বাঙালি ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাননি। তবে এক বাঙালি গত পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত। তিনি দলের অন্যতম সাপোর্ট স্টাফ। তাঁর নাম দয়ানন্দ গড়ানি। বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের জামিট্যা গ্রামে। এই যুবক থ্রো-ডাউন স্পেশালিস্ট। তিনি ২০২০ সাল থেকে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) সঙ্গী। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলে ছিলেন। তারপর ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ এবং এবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ী ভারতীয় দলের সাফল্যের অঙ্গ দয়ানন্দ। তিনি নেপথ্যে থেকে দলের সাফল্যের পথ তৈরি করেছেন।

আইপিএল থেকে জাতীয় দলে

একসময় পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন দয়ানন্দ। ক্লাব ক্রিকেটেও খেলেছেন। কিন্তু বড় ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন সফল হয়নি। তবে মাঠ থেকে দূরে সরে থাকতে পারেননি। ক্রিকেটার হওয়ার স্বপ্নে ইতি টেনে থ্রো-ডাউন স্পেশালিস্ট হয়ে যান। আইপিএল-এ পাঞ্জাব কিংসে ডাক পাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২০ সালে জাতীয় দলে থ্রো-ডাউন স্পেশালিস্ট হিসেবে সুযোগ পান। তারপর থেকে তিনি এই ভূমিকা পালন করে চলেছেন। যখনই কোনও ব্যাটার থ্রো-ডাউন নিতে চান, দয়ানন্দের ডাক পড়ে। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ এ-তে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে দলের সবার ছুটির দিন একা অনুশীলনে যান শুবমান গিল। সেদিন তিনি দয়ানন্দকে ডেকে নেন। অন্য ব্যাটাররাও দরকার হলেই এই বঙ্গসন্তানকে ডাকেন। দলের সবার প্রয়োজনে সবসময় হাজির দয়ানন্দ।

ক্রিকেটারদের সাফল্যের সঙ্গী বঙ্গসন্তান

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের অন্যতম প্রিয় সাপোর্ট স্টাফ হয়ে উঠেছেন দয়ানন্দ। দল চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর সোশ্যাল মিডিয়া পোস্টে কোলাঘাটের ছেলে রোহিত, গম্ভীর, বিরাটের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ট্রফি হাতেও দয়ানন্দকে দেখা যাচ্ছে। তাঁর এই সাফল্যে মাতোয়ারা পরিবার ও গ্রাম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।