রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে পাকিস্তানের ক্রিকেট মহলের সমর্থন থাকছে নিউজিল্যান্ডের দিকে।

রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড হলেও, একাধিক অদৃশ্য বিপক্ষ দলও রয়েছে। এই ম্যাচে ভারতের হার কামনা করছে বাংলাদেশ ও পাকিস্তান। রবিবারের ম্যাচের আগে সরাসরি নিউজিল্যান্ডের পক্ষে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি ভারতকে হারানোর জন্য নিউজিল্যান্ড দলকে বিশেষ পরামর্শ দিয়েছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের উপর তাঁর ভরসা আছে বলেও জানিয়েছেন শোয়েব। তিনি বলেছেন, ‘তোমরা যদি ভারতকে হারাতে চাও, তাহলে এটা ভুলে যেতে হবে যে সামনে ভারত আছে। এটা ভুলে যেতে হবে যে তোমাদের দলের শক্তি কম। তোমাদের ভুলে যেতে হবে যে তোমাদের দল ভারতের মতো ভালো না। স্যান্টনারের সেই বিশ্বাস আছে। আমি ওর মধ্যে সেটা দেখেছি। অধিনায়ক হিসেবে ও খেতাব জিততে চায়।’

ভারতকে হারাতে গেলে কী করতে হবে?

নিউজিল্যান্ড দলের উদ্দেশ্যে শোয়েব বলেছেন, ‘যে কোনও দলই জয় পেতে পারে। ঠিক সময়ে উপযুক্ত কাজ করতে হবে। বিপক্ষ দলকে চাপে ফেলে দিতে হবে। রোহিত শর্মা আক্রমণ করবে। ও তোমাদের স্পিনারদের অকার্যকর করে দেওয়ার চেষ্টা করবে। ও স্যান্টনারকে আক্রমণ করবে। সেই সময় স্যান্টনারকে নেতা হিসেবে দল সামলাতে হবে। আমাকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে বলব ভারতের পক্ষে ম্যাচ ৭০-৩০। ওরা ব্যাটিং, স্পিনার, পরিণত মানসিকতায় এগিয়ে। কিন্তু নিউজিল্যান্ড যদি সেরা খেলা খেলতে পারে, তাহলে ওরা জিতবে।’

শোয়েব মালিকও নিউজিল্যান্ডের পক্ষে

শোয়েব আখতারের মতোই পাকিস্তানের জাতীয় দলের অপর এক প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকও নিউজিল্যান্ডের জয়ের আশা করছেন। নিউজিল্যান্ডের ব্যাটারদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘ভারতের স্পিনারদের বলে কীভাবে রান করতে হবে, সেই উদাহরণ তৈরি করেছে স্টিভ স্মিথের ইনিংস। ও ৩০ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার থাকার সুবিধা কাজে লাগিয়েছে। ও ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে শট খেলেছ, ফাঁকা জায়গা খুঁজে নিয়েছে। যারা ২০ বা ৩০ রান করবে, তাদের ৮০, ৯০ বা ১০০ রান করতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।