রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে ক্রিকেটারদের পাশাপাশি আয়োজকরাও তৈরি হচ্ছেন।
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল ফের চ্যাম্পিয়ন হলে ফের একই অভিযোগ উঠতে পারে। কারণ, নিউজিল্যান্ড কয়েকদিন আগেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেললেও, সেই ম্যাচ যে পিচে হয়েছিল, ফাইনাল সেই পিচে হচ্ছে না। ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হতে চলেছে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। তারপর থেকে এই পিচে আর কোনও ম্যাচ হয়নি। ভারতীয় দল এই টুর্নামেন্টে যে চার ম্যাচ খেলেছে, সেই ম্যাচগুলি আলাদা পিচে হয়েছে। তবে ফাইনাল ম্যাচ নতুন কোনও পিচে হচ্ছে না। ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচই ফাইনালে ব্যবহার করা হবে।
ফাইনালের পিচ কেমন আচরণ করতে পারে?
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কোনও ম্যাচেই ৩০০ রান করতে পারেনি কোনও দল। রাওয়ালপিন্ডি, লাহোর, করাচির পিচের চেয়ে দুবাইয়ের পিচের চরিত্র কিছুটা আলাদা। এখানকার পিচ কিছুটা মন্থর। ফলে রান করা কঠিন। তবে দুবাইয়ের পিচে ব্যাটার, পেসার, স্পিনার, সবার জন্যই কিছু না কিছু সুবিধা রয়েছে। ফাইনাল যে পিচে হবে, সেই পিচের চরিত্র খুব একটা আলাদা হবে বলে মনে করছে না ক্রিকেট মহল। স্পিনাররা সাহায্য পেতে পারেন। ফলে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ফের পার্থক্য গড়বেন স্পিনাররা?
ভারতীয় দলে যেমন চারজন অসাধারণ স্পিনার আছেন, তেমনই নিউজিল্যান্ড দলেও মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্রর মতো স্পিনার আছেন। তাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন। তবে একইসঙ্গে ব্যাটারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, শুবমান গিল, রবীন্দ্র, কেন উইলিয়ামসনরাও ভালো ফর্মে। ফলে ব্যাটারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে দলের ব্যাটাররা স্পিনারদের বোলিং ভালোভাবে সামাল দিতে পারবেন, সেই দলই জয়ের দিকে এগিয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
