আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ভারতীয় ব্যাটারের উপর নজর থাকবে। শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, শুবমান গিল কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ফাইনালেও তাঁদের কাছ থেকে একইরকম পারফরম্যান্সের আশা করা হচ্ছে।
রবিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ম্যাচটি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে। দুই দলই এই বড় লড়াইয়ের জন্য কোমর বেঁধে নেমেছে। একদিকে যেখানে রোহিত শর্মার দল এই টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি। অন্যদিকে, কিউয়িদের ভারতীয় দল ছাড়া কেউ হারাতে পারেনি। চূড়ান্ত এই লড়াইয়ে তিন ভারতীয় খেলোয়াড়ের উপর সবার নজর থাকবে, যাঁরা ফাইনালে ইতিহাস রচনার জন্য তৈরি হচ্ছে। এই প্রতিবেদনে টিম ইন্ডিয়ার এমন তিন ব্যাটারের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, যাঁদের ব্যাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝরাতে পারে। এটি প্রথমবার নয় যে তাঁরা কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামছেন। যদিও এই ম্যাচে অনেকেই স্নায়ুর চাপে ভুগতে পারেন, তবে তাঁদের ব্যাটের গর্জনে দুবাইয়ের তাপমাত্রা বেড়ে যেতে পারে। আসুন সেই তিন ব্যাটারের দিকে একবার নজর দেওয়া যাক।
দুর্দান্ত ফর্মে শ্রেয়াস আইয়ার
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ দুর্দান্ত ছন্দে আছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক এবং ওপেনার শ্রেয়াস আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৫৬, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৯ এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬ রান করেছিলেন। তাঁর ব্যাট কিউয়ি বোলারদের বিরুদ্ধে খুবই ভালো চলে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৫ রান করেন শ্রেয়াস। যার ফলে ভারতীয় দল জয়লাভ করেছিল। তাই কিউয়িদের বিরুদ্ধে খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফের তিনি নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করার প্রস্তুতি নিচ্ছেন।

ফর্মে ফিরেছেন বিরাট কোহলি
আইসিসি নকআউট ম্যাচ হবে আর বিরাট কোহলির ব্যাট না চলে, এমনটা হতেই পারে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নকআউটে বিরাট একটু শান্ত থাকলেও, বড় ম্যাচে যে কোনও দলকে ধ্বংস করার ক্ষমতা রাখেন তিনি। ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত বিরাট কিউয়িদের বিরুদ্ধে ৩২টি ম্যাচ খেলে ৫৭.১০ গড়ে ১৬৫৬ রান করেছেন। এই সময়ে তিনি ৬ বার শতরান এবং ৯ বার অর্ধশতরান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৪। এই পরিসংখ্যান দেখে নিউজিল্যান্ডের সব বোলারেরা চিন্তিত হবেন। যদি ফাইনালে বিরাটের ব্যাট আবারও চলে, তাহলে কিউয়িরা সমস্যায় পড়বে।

শুবমান গিল
শুবমান গিল এখন আইসিসি ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটার। তাই সহজেই অনুমান করা যায় তাঁর পারফরম্যান্স কেমন। ফলে ফাইনালেও শুবমানের কাছ থেকে টিম ইন্ডিয়া ভালো ইনিংসের আশা করছে। নিউজিল্যান্ডকে সামনে দেখে এই তরুণ ব্যাটারের মনোবল অবশ্যই বেড়ে যাবে। কারণ, তিনি এই দলের বোলারদের ভালোভাবে মেরেছেন। এই দলের বিরুদ্ধে তিনি ১১টি ম্যাচ খেলে ৭৪.০০ গড়ে ৫৯২ রান করেছেন, যার মধ্যে জোড়া শতরান এবং জোড়া অর্ধশতরান রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুবমানের সর্বাধিক স্কোর ২০৮। অর্থাৎ তিনি দ্বিশতরানও করেছেন। যখন ট্রেন্ট বোল্ট এবং সাউদি বোলাররা দলে ছিলেন। ফলে কিউয়ি বোলাররা অবশ্যই শুবমানকে নিয়ে চিন্তায় থাকবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
