অজিদের বিরুদ্ধে কেমন দল নামায় ভারত, সেটাই এখন দেখার বিষয়।
ভারতের সামনে এবার অস্ট্রেলিয়া।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ টপার হয়ে সেমিতে খেলতে নামছে টিম ইন্ডিয়া।
কিন্তু অজিদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে একটা ভুল করলেই হাতছাড়া হয়ে যাবে সাধের চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এই ম্যাচে কেমন হবে প্রথম একাদশ? তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
এই মুহূর্তে ভারতীয় দলের মিডল অর্ডার এবং ওপেনিং গত তিনটি ম্যাচে মোটামুটি পরীক্ষিত। মানে, কেউ না কেউ রান পেয়েই যাচ্ছেন। তবে কেএল রাহুলের ফর্ম নিয়ে কিছুটা প্রশ্ন উঠছে। তিনি দলের প্রধান উইকেটরক্ষক হিসেবে খেললেও তাঁর ব্যাট থেকে সাফল্য আসেনি। সেইসঙ্গে, উইকেটের পিছনেও কিছুটা নড়বড়ে। ফলে, এটা একটা চিন্তার বিষয়। অনেকেই বলছেন, তাঁকে বসিয়ে পন্থকে খেলানো হোক।
তাছাড়া বর্তমানে টিম ইন্ডিয়ার অন্যতম শক্তি হচ্ছে স্পিনাররাই। পরিকল্পনা অনুযায়ী, বেশি স্পিনার নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসছে ভারত। বরুণ চক্রবর্তী যেমন নিউজিল্যান্ড ম্যাচে পাঁচ উইকেট নিলেন।
তবে হ্যাঁ, শামিও প্রথম ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন। কুলদীপ এবং অক্ষরও উইকেট পেয়েছেন চলতি প্রতিযোগিতায়। স্বাভাবিকভাবেই, বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চার স্পিনারকেই খেলানো হোক। আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়ার স্পিন খেলার দক্ষতা।
আর এইসবকিছুকে মাথায় রেখেই প্রথম একাদশ বাছতে হবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, মহম্মদ শামি
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
