কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা প্রচার চালানো হয়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও প্রচার চালানো হচ্ছে।
কোনও সাইবার অপরাধী অসৎ উদ্দেশ্যে ওটিপি চাইলে কী করা উচিত? রবীন্দ্র জাডেজাকে দেখিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার আইসিসি চ্য়াম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন জাডেজা যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনকে ধরে রেখেছিলেন, ঠিক সেটাই করার পরামর্শ দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক মিম শেয়ার করে বলা হয়েছে, 'OTP হৃদমাঝারে রাখুন! ছেড়ে দেবেন না।' কারও সঙ্গে ওটিপি শেয়ার করলেই বিপদ হতে পারে। আর্থিক ক্ষতির আশঙ্কা তো আছেই, আরও নানা ধরনের সমস্যা হতে পারে। এই কারণেই ওটিপি কাউকে না দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। এভাবেই সাইবার অপরাধীদের ঠেকানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
ঠিক কী করেছিলেন জাডেজা?
মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের ২১-তম ওভারে লাবুশেনকে জাপটে ধরেন জাডেজা। তিনি তখন বোলিং করছিলেন। নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন লাবুশেন। অপর প্রান্তে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি ওভারের দ্বিতীয় বলে ছুটে এক রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু লাবুশেনকে ধরে ফেলেন জাডেজা। আসলে তিনি বল ধরার চেষ্টা করছিলেন। সেটা করতে গিয়েই বলের বদলে লাবুশেনকে ধরে ফেলেন। বল লাবুশেনের ব্যাটে লেগে মিড-উইকেটে থাকা রোহিত শর্মার কাছে চলে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হন স্মিথ। তিনি আম্পায়ার ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থের কাছে অভিযোগ জানান। এই ঘটনাই পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে।
ভারতীয় দলের জয় উদযাপন
অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছনোর জন্য পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ভারতীয় দলকে অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার উইকেটে জয় পেয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। রবিবার ফাইনাল খেলবেন জাডেজারা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


