চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে যাওয়ার পরেই পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহম্মদ কাইফ। তাঁর মতামতই ঠিক প্রমাণিত হচ্ছে।

শুক্রবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ বি-র ম্যাচ চলাকালীন এক হাস্যকর ঘটনা ঘটেছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের জন্য ম্যাচ বাতিল হয়ে যায়। মাঠকর্মীরা জল সরিয়ে আউটফিল্ড খেলার উপযোগী করে তোলার চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানের পরিকাঠামো একেবারেই আধুনিক নয়। বাড়িতে বা অফিসে যেভাবে মেঝে থেকে জল সরানো হয়, ঠিক সেভাবেই গদ্দাফি স্টেডিয়ামের মাঠ থেকে জল সরানোর চেষ্টা করছিলেন মাঠকর্মীরা। এই কাজ করতে গিয়ে পিছল মাঠে জলের মধ্যে উল্টে পড়েন এক মাঠকর্মী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই এই ভিডিও দেখে হাসাহাসি করছেন, পাকিস্তানের পরিকাঠামো নিয়ে ব্যঙ্গ করছেন।

পাকিস্তানকে কটাক্ষ প্রাক্তন ক্রিকেটারদের

আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ, সঞ্জয় মঞ্জরেকররা। মুকুন্দ বলেন, 'আমি এই খেলা দেখেছি। মনে হচ্ছে কার্লিং চলছে।' সে কথা শুনে মঞ্জরেকর বলেন, 'কার্লিংয়ের সঙ্গে আমরা যা দেখছি তা হল পড়ে যাওয়া।' কার্লিং হল এক ধরনের খেলা। এই খেলায় খেলোয়াড়রা বরফের উপর দিয়ে পাথরের টুকরো গড়িয়ে দেন। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের মাঠের ঘটনাকে তার সঙ্গে তুলনা করলেন মুকুন্দ-মঞ্জরেকররা। পাকিস্তানের ক্রিকেট মহলের অনেকেই দাবি করেছিলেন, গদ্দাফি স্টেডিয়ামের জল নিকাশি ব্যবস্থা বিশ্বমানের। কিন্তু সেই মাঠেই আধঘণ্টার বৃষ্টিতে বাতিল হয়ে গেল ম্যাচ। এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের অনেকেই পাকিস্তানকে ব্যঙ্গ করছেন।

Scroll to load tweet…

পাকিস্তানের সমালোচনায় মহম্মদ কাইফ

আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের আগে চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান এবং অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচও বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের জন্য বাতিল হয়ে যায়। পাকিস্তানে কোনও স্টেডিয়ামেই পুরো মাঠ ঢেকে রাখার ব্যবস্থা নেই। জল শুকিয়ে ফেলার জন্য সুপার সপারও নেই। ম্যাচ বাতিল হওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ব্যঙ্গ করে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছেন, ‘এটা লজ্জাজনক ঘটনা যে রাওয়ালপিন্ডির মাঠ পুরোপুরি ঢাকা নেই। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে এত গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। কারণ, কেউ এই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। আয়োজকরা কি আইসিসি-র দেওয়া টাকা ঠিকমতো ব্যবহার করেছেন?’ কাইফের মতো আরও অনেকেই পাকিস্তানকে কটাক্ষ করছেন।

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জঘন্য পারফরম্যান্স, ৩ ম্যাচেই হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ইংল্যান্ডের

'ভারত টাকার জোগান দেয় বলেই বেতন হয়,' নাসির হুসেনদের তোপ সুনীল গাভাসকরের

YouTube video player