গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালেও জয়ের লক্ষ্যে ভারত।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ফের টসে হেরে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই ফর্ম্যাটে টানা টসে হেরেই চলেছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। এই ম্যাচে প্রত্যাশামতোই ভারতীয় দলে কোনও বদল হয়নি। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরাই ফাইনালে খেলছেন। ফলে ভারতের স্পিন আক্রমণের মোকাবিলা করতে হবে নিউজিল্যান্ডের ব্যাটারদের। অন্যদিকে, কাঁধের চোটের কারণে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তাঁর জায়গায় দলে এসেছেন নাথান স্মিথ।
ভারতীয় দলে কারা আছেন?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড দলে কারা আছেন?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালে নিউজিল্যান্ড দলে আছেন- উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন ও উইলিয়াম ওরুরকি।
টসে হারের রেকর্ড রোহিতের
ভারতের অধিনায়ক হিসেবে ওডিআই ফর্ম্যাটে টানা ১২ ম্যাচে টসে হারলেন রোহিত। তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারার রেকর্ড স্পর্শ করলেন। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২টি ওডিআই ম্যাচে টসে হারেন লারা। রোহিত ২০২৩ সালের নভেম্বর থেকে ওডিআই ফর্ম্যাটে টানা টসে হেরে চলেছেন। রবিবার ভারতীয় দল ওডিআই ফর্ম্যাটে টানা ১৫ ম্যাচে টসে হেরে গেল। তবে টসে হারলেও, ম্যাচ জিততে পারলেই খুশি হবেন রোহিত। তাঁর নেতৃত্বে গত বছর টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফের দলকে আইসিসি টুর্নামেন্ট জেতাতে চান রোহিত। ভালো পারফরম্যান্সই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
