আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে কি পার্থক্য গড়ে দেবেন ভারতীয় দলের বিস্ময়-স্পিনার বরুণ চক্রবর্তী? ভারত ও নিউজিল্যান্ড, দুই শিবিরই এই স্পিনারকে নিয়ে ভাবছে।
কোচ গ্যারি স্টিড আগেই বলেছিলেন। এবার নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারও জানিয়ে দিলেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে তাঁরা বরুণ চক্রবর্তীকে ভয় পাচ্ছেন। ভারতের এই স্পিনারের বোলিং কীভাবে সামাল দেওয়া যাবে, সে বিষয়ে পরিকল্পনা করছে নিউজিল্যান্ড শিবির। একইসঙ্গে অবশ্য স্যান্টনারের দাবি, তাঁদের দলের ব্যাটাররা বরুণের বলে রান করার জন্য তৈরি। ভারতের অন্য স্পিনারদেরও মোকাবিলা করার জন্য তাঁরা তৈরি। বরুণের শক্তি তাঁরা বূুঝে ফেলেছেন বলেও দাবি নিউজিল্যান্ডের অধিনায়কের। তবে তাঁরা যতই পরিকল্পনা করুন না কেন, বরুণও ফের কিউয়ি ব্যাটারদের পেড়ে ফেলতে তৈরি হচ্ছেন। তিনি মাঠে নামার জন্য তৈরি।
নিউজিল্যান্ডের আতঙ্ক বরুণ
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে স্যান্টনার বলেছেন, ‘আমাদের দলের ব্যাটাররা বরুণের বোলিংয়ে রান করার জন্য এবার ভালোভাবে তৈরি। ও অবশ্যই একজন বিশ্বমানের বোলার। আমরা এখানে এবং আইপিএল-এ সেটা দেখেছি। ওর বোলিংয়ে কিছুটা রহস্য আছে। কিন্তু গত ম্যাচে আমাদের দলের কয়েকজন ব্যাটার প্রথমবার ওর বোলিং খেলে। ওরা সেদিনের খেলা থেকে শিক্ষা নিয়েছে। পিচ যদি একইরকম আচরণ করে, তাহলে ব্যাটিং করা কঠিন হবে। ভারতীয় দলে বরুণ ছাড়াও তিনজন স্পিনার আছে। আমরা বেশি করে ভিডিও ফুটেজ দেখেছি। বরুণের সবচেয়ে বড় শক্তি কী আমরা এখন জানি। ও গত ম্যাচে প্রতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার গতিতে যে আর্ম বলে আমাকে আউট করেছিল, সেই বল একটু আতঙ্কের। আমরা জানি, ওর বল সামাল দেওয়া কঠিন।’
ভারতের স্পিন আক্রমণ নিয়ে চাপে নিউজিল্যান্ড
ভারতের মুখোমুখি হওয়ার আগে স্যান্টনার আরও বলেছেন, ‘আমরা গত ম্যাচে ঘূর্ণি উইকেটে ভালো দলের বিরুদ্ধে খেলেছি। বিশেষ করে ম্যাচের দ্বিতীয় ইনিংসে সাহায্য পেয়েছে স্পিনাররা। আমরা জানি, ভারত একই দল নিয়ে খেলবে। কিন্তু আমরা জানি, অন্য পিচে খেলা হবে। ফলে আমাদের পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি থাকতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
