চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ম্যাচেও খেলতে নামেননি তিনি। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। তাই শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্স না খেলতে পারলে স্মিথকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। অবশ্য সেই তালিকায় নাম আছে ট্র্যাভিস হেডেরও।
অন্যদিকে, বর্ডার-গাভাসকার ট্রফিতে কামিন্সের নেতৃত্বে জয়লাভ করে অস্ট্রেলিয়া। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলছেন না। কারণ, পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। দ্বিতীয় সন্তান জন্মের জন্য এই সিরিজে তিনি খেলছেন না বলেই জানা গেছে। তবে শুধু সেটাই একমাত্র কারণ নয়। অন্যতম একটি বড় কারণ হল চোট।
আর সেটা জানিয়ে দিলেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। শোনা যাচ্ছে, গোড়ালির চোটের জন্য কামিন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে ম্যাকডোনাল্ড জানালেন, “প্যাট কামিন্স এখনও বল করার মতো অবস্থায় আসেননি। ফলে, আপাতত ও অনিশ্চিত। তাই আমাদের একজন অধিনায়ককে চাই।”
আর সেখানে নাম উঠে আসছে দুজনের। এক্ষেত্রে স্মিথের নেতৃত্ব দেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই শ্রীলঙ্কা সিরিজেও তাঁর কাঁধেই দায়িত্ব থাকবে। অন্যদিকে, ফর্মে থাকা এবং স্মিথের থেকে কম বয়সী হেডকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেী দেখা হচ্ছে বলে অনেকে অনুমান করছেন।
ম্যাকডোনাল্ড আরও যোগ করেছেন, “স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডকে নিয়ে আমাদের আলোচনা চলছে। এমনিতে স্টিভ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে বেশ ভালোভাবেই দায়িত্ব সামলেছে। তবে কামিন্সের খেলার সম্ভাবনা অনেকটাই কম। সেটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
