সংক্ষিপ্ত
১৯৯৯ সাল থেকে ওডিআই বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। কিন্তু এখনও পর্যন্ত কোনওবার উল্লেখযোগ্য ফল হয়নি। এবার ভালো ফল করতে মরিয়া শাকিব আল-হাসানের দল।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এবারের ওডিআই বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করল বাংলাদেশ। এই জয়ের পর আলাদা করে দলের দুই খেলোয়াড়কে কৃতিত্ব দিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান। এই দুই খেলোয়াড় হলেন মেহিদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। শনিবারের ম্যাচের পর শাকিব বলেন, ‘আমরা এই ম্যাচে যেভাবে খেলেছি তাতে খুব খুশি হয়েছি। আমার বিশ্বাস ছিল, আমরা উইকেট পেলে এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটাতে পারব। কয়েকজন খেলোয়াড়ের পক্ষে এই ম্যাচ একেবারেই সহজ ছিল না। তবে আমরা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছি, তাতে আমি খুব খুশি। আমরা গত কয়েকদিন ধরে এখানে (ধরমশালা) অনুশীলন করেছি। ম্যাচে তার প্রতিফলন দেখা গেল। আমরা যদি জিততে চাই, তাহলে কঠিন আউটফিল্ডের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের দলে তিন-চারজন ফাস্ট বোলার আছে। ওরা যে কোনও ম্যাচের ফল বদলে দিতে পারে। আশা করি ওরা পরবর্তী ম্যাচগুলিতে আরও ভালো পারফরম্যান্স দেখাবে। এবারের ওডিআই বিশ্বকাপ অনেকদিন ধরে চলবে। ফলে দলের সবাইকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। মেহিদি খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। শান্তও আমাদের ড্রেসিংরুমের আর একজন গুরুত্বপূর্ণ সদস্য। ওরা সবসময় দলের জন্য ভালো পারফরম্যান্স দেখাতে চায়।’
ম্যাচের সেরা মেহিদি বলেছেন, ‘এটা আমার কাছে অসাধারণ মুহূর্ত। আমি অতীতে প্রচুর পরিশ্রম করেছি। টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হবে। কারণ, তাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন। এই ম্যাচের শুরুতে আমি কিছুটা সতর্ক ছিলাম। অধিনায়ক আমাকে বলেন, ঠিক জায়গায় বল রাখতে হবে। তিনি আরও বলেন, ধারাবাহিকতা দেখাতে হবে এবং নিজের পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে। ফলে অধিনায়ককে কৃতিত্ব দিতেই হবে। আমি রানের কথা ভাবিনি, প্রতিটি বল নিয়ে আলাদা করে ভাবছিলাম। এই উইকেটে বল কিছুটা ঘুরছিল। আমি সোজা ব্যাটে সব বল খেলার চেষ্টা করছিলাম। আমি এর আগে বরাবর ৮ নম্বরে ব্যাটিং করেছি। ফলে টপ অর্ডারে ব্যাটিং করা আমার কাছে দারুণ মুহূর্ত ছিল। টিম ম্যানেজমেন্ট গত কয়েকটি ম্যাচে আমাকে টপ অর্ডারে খেলিয়ে দেখে নিতে চাইছিল। ফলে এটা আমার কাছে দুর্দান্ত মুহূর্ত।’
আফগানিস্তানের বিরুদ্ধে ৯ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মেহিদি। এরপর ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৭ রান করেন। এই অলরাউন্ডারের জন্যই বাংলাদেশের জয় সহজ হল।
আরও পড়ুন-
Asian Games 2023: বৃষ্টি ধোয়া ম্যাচে সোনার রং, ক্রিকেটে এল সোনার পদক
ICC Cricket World Cup 2023: রাহুলের র, সচিনের চিন, চিনে নিন মারকাটারি ব্যাটার রচিন রবীন্দ্রকে