সংক্ষিপ্ত
এবারের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে বিতর্ক থামছে না। বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় সম্পর্কে অ্যাঞ্জেলো ম্যাথুজের 'টাইমড আউট'-এর প্রভাব পড়তে চলেছে।
সাধু সাবধান! শ্রীলঙ্কায় যাওয়া চলবে না। দ্বীপরাষ্ট্রে পা রাখলেই ক্রিকেটপ্রেমীদের কটূক্তির মুখে পড়তে তো হবেই, এমনকী পাথর ছোড়াও হতে পারে। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসানকে এমনই হুমকি দিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের ভাই ট্রেভিন ম্যাথুজ। তাঁর দাবি, শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা শাকিবের উপর প্রচণ্ড ক্ষুব্ধ। এই কারণে শ্রীলঙ্কায় আর যাওয়া উচিত নয় বাংলাদেশের অধিনায়কের। ট্রেভিনের এই মন্তব্যে 'টাইমড আউট' বিতর্ক অন্য মাত্রা নিল। শ্রীলঙ্কার অনেক প্রাক্তন ক্রিকেটারই অ্যাঞ্জেলোর পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের ক্রিকেট মহল আবার শাকিবকে সমর্থন করছে। ফলে এই ঘটনা নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চাপানউতোর চলছে।
শাকিবকে সরাসরি হুমকি
শাকিব প্রসঙ্গে ট্রেভিন বলেছেন, 'বাংলাদেশের অধিনায়কের ক্রীড়াসুলভ মানসিকতা নেই। ও ভদ্রলোকের খেলায় কোনওরকম মানবিকতা দেখায়নি। আমরা আশা করিনি অধিনায়ক ও দলের বাকি সদস্যরা এরকম আচরণ করবে। শাকিবকে আমরা শ্রীলঙ্কায় স্বাগত জানাব না। ও যদি আমাদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ বা লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আসে, তাহলে ওর দিকে পাথর ছোড়া হবে। ও দর্শকদের রোষের মুখেও পড়বে।'
অ্যাঞ্জেলোর ভুল দেখছেন না ট্রেভিন
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার পর থেকেই অ্যাঞ্জেলো দাবি করে আসছেন, তিনি ২ মিনিটের মধ্যেই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় ব্যাটিং শুরু করতে পারেননি। একই দাবি করেছেন ট্রেভিন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অ্যাঞ্জেলো দাবি করেছেন, তিনি কোনও ভুল করেননি। তাঁকে সমর্থন করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ব্যাটার সনৎ জয়সূর্য। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, ‘অ্যাঞ্জেলোর সঙ্গে যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। লড়াইয়ের মানসিকতা থাকা ভালো, কিন্তু এটা যে ভদ্রলোকের খেলা সেটা ভুলে যাওয়া ক্ষমার অযোগ্য। আম্পায়ারদের আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্রিজে পৌঁছে গিয়েছিল অ্যাঞ্জেলো।’
টাইমড আউট বিতর্ক
এমসিসি-র নিয়মের ৪০.১.১ ধারা অনুযায়ী, উইকেট পড়লে বা কোনও ব্যাটার অবসৃত হলে পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যেই পরের বল খেলার জন্য তৈরি হতে হবে। যদি সংশ্লিষ্ট ব্যাটার ৩ মিনিটের মধ্যে পরের বল খেলার জন্য তৈরি হতে না পারেন, তাহলে 'টাইমড আউট' দিতে পারেন আম্পায়াররা। তবে এর জন্য ফিল্ডিং করা দলের অধিনায়ক, বোলার, ফিল্ডারদের আউটের আবেদন জানাতে হবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঠিক সেটাই হয়।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Angelo Mathews Vs Shakib Al Hasan: শাকিবকে পাল্টা 'টাইমড আউট' ম্যাথুজের, ভাইরাল ভিডিও
Angelo Mathews Timed Out: ক্রিকেটকে কলঙ্কিত করলেন শাকিব, তোপ ক্রিকেটপ্রেমীদের