সংক্ষিপ্ত
২০২২ সালে টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতীয় দল নতুন করে সাজানো হয়েছে। এবার ওডিআই বিশ্বকাপে ব্যর্থতার পর ৫০ ওভারের ফর্ম্যাটেও ভারতীয় দলে একাধিক বদল দেখা যেতে পারে।
বিরাট কোহলির বয়স ৩৫ বছর। রোহিত শর্মার বয়স ৩৬ বছর। রবীন্দ্র জাদেজার বয়স ৩৪ বছর। মহম্মদ শামির বয়স ৩৩ বছর। এই ৪ ক্রিকেটারই হয়তো রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেললেন। ২০২৭ সালে বিরাটের বয়স হবে ৩৯ বছর, রোহিতের বয়স হবে ৪০ বছর, জাদেজার বয়স হবে ৩৮ বছর এবং শামির বয়স হবে ৩৭ বছর। তাঁদের পক্ষে হয়তো সেই সময় আর খেলা সম্ভব হবে না। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও পরের ওডিআই বিশ্বকাপে আর ভারতীয় দলে থাকবেন না। এবারের বিশ্বকাপেই ভারতের প্রাথমিক দলে ছিলেন না অশ্বিন। তাঁকে শেষমুহূর্তে দলে নেওয়া হয়। এই টুর্নামেন্টে একটি ম্যাচেই খেলার সুযোগ পান এই অফস্পিনার। বাকি ১০ ম্যাচ মাঠের বাইরেই থাকতে হয় তাঁকে। ফলে অশ্বিনের আর ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
অপেক্ষায় যশস্বীরা
ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় যখন অনূর্ধ্ব-১৯ দল ও ভারতীয় এ দলের দায়িত্বে ছিলেন, তখন তাঁর হাত ধরে উঠে এসেছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। রঞ্জি ট্রফি, আইপিএল থেকেও অনেক ক্রিকেটার উঠে এসেছেন। কেউ কেউ ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, আবার কেউ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংরা জাতীয় দলের হয়ে নিয়মিত সুযোগ পাওয়ার অপেক্ষায়। কয়েকদিন পরেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ। চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না গত কয়েক মাসে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের নেতৃত্বে থাকা হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে অধিনায়ক হতে পারেন সূর্যকুমার যাদব বা রুতুরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। এরপর ডিসম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেই সিরিজেও নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে।
সরছেন দ্রাবিড়
ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে আইসিসি টুর্নামেন্ট জিততে পারলেন না দ্রাবিড়। তাঁর কোচিংয়ে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলেছে ভারতীয় দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপে রানার্স হল ভারত। একটা পর্যায়ে গিয়ে থেমে যাচ্ছে দল। চূড়ান্ত সাফল্য আসছে না। সেই কারণেই হয়তো দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করবে না বিসিসিআই। এরপর ভারতের সিনিয়র দলের নতুন প্রধান কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
World Cup Final: হারের পর চোখে জল সিরাজের, সান্ত্বনা দিলেন বুমরা, ভাইরাল ভিডিও
World Cup Final: ট্রেভিস হেডের শতরান, ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া