09:25 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান বিরাট কোহলির

বাংলাদেশের বিরুদ্ধে ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৩৪ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল।

09:22 PM (IST) Oct 19
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে চতুর্থ জয় পেল ভারতীয় দল

এবারের ওডিআই বিশ্বকাপে পরপর ৪ ম্যাচ জিতে সেমি-ফাইনালের কাছে পৌঁছে গেল ভারতীয় দল। ৪ ম্যাচে ভারতের পয়েন্ট ৮।

09:13 PM (IST) Oct 19
৩৯ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৩৮

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ৬৬ বলে ভারতের দরকার ১৯ রান। বিরাট কোহলি ৮১, কে এল রাহুল ৩৪ রানে অপরাজিত।

08:51 PM (IST) Oct 19
৩৪ ওভারে ২০০ পেরিয়ে গেল ভারতের স্কোর

৩৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ২০১। বিরাট কোহলি ৬৫, কে এল রাহুল ১৩ রানে অপরাজিত।

08:37 PM (IST) Oct 19
১৯ রান করে আউট শ্রেয়াস আইয়ার, তৃতীয় উইকেট হারাল ভারত

২৫ বলে ১৯ রান করে মেহিদি হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শ্রেয়াস আইয়ার। ১৭৮ রানে ৩ উইকেট হারাল ভারত।

08:25 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান বিরাট কোহলির

চলতি ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধেও অর্ধশতরান করলেন বিরাট।

08:15 PM (IST) Oct 19
২৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৬

বিরাট কোহলি ৪১, শ্রেয়াস আইয়ার ১২ রানে অপরাজিত। বাংলাদশের বিরুদ্ধে সহজ জয়ের পথে ভারত।

07:54 PM (IST) Oct 19
৫৫ বলে ৫৩ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল

মেহিদি হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শুবমান গিল। ১৩২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

07:49 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করলেন শুবমান গিল

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৫২ বলে অর্ধশতরান করলেন শুবমান গিল। জয়ের পথে এগিয়ে চলেছে ভারত।

07:24 PM (IST) Oct 19
১৩ ওভারে ১০০ পেরিয়ে গেল ভারতের স্কোর

১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০৩। বিরাট কোহলি ১৩, শুবমান গিল ৪০ রানে অপরাজিত।

07:21 PM (IST) Oct 19
৪০ বলে ৪৮ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

৮৮ রানে প্রথম উইকেট হারাল ভারত। ৪০ বলে ৪৮ রান করে হাসান মাহমুদের বলে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত শর্মা।

07:09 PM (IST) Oct 19
১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৩

বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল। ১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৩। রোহিত ৩৭, শুবমান ২৬ রানে অপরাজিত।

07:05 PM (IST) Oct 19
৯ ওভারে ৫০ হয়ে গেল ভারতের স্কোর

৯ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৫০। রোহিত শর্মা ৩৭, শুবমান গিল ১৩ রানে অপরাজিত।

06:51 PM (IST) Oct 19
৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৩

বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভালো ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল। রোহিত ২৭ ও শুবমান ৬ রানে অপরাজিত।

06:27 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলে সেমি-ফাইনালের দিকে এগিয়ে যাবে ভারত

চলতি ওডিআই বিশ্বকাপে প্রথম ৩ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার বাংলাদেশকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে ভারত।

06:05 PM (IST) Oct 19
৮ উইকেটে ২৫৬ রান বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৫৬ রান করল বাংলাদেশ। ৪৬ রান করেন মাহমুদুল্লাহ।

05:53 PM (IST) Oct 19
৪৯ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৪৮

ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করতে না পারলেও, ২৫০ পেরিয়ে যেতে চলেছে বাংলাদেশ। অর্ধশতরানের পথে মাহমুদুল্লাহ।

05:40 PM (IST) Oct 19
৪৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩৩

ভারতের বিরুদ্ধে ২৫০ রান করার পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। ৪৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩৩। ১৪ রান করে আউট হয়ে গেলেন নাসুম আহমেদ। ৩২ রান করে অপরাজিত মাহমুদুল্লাহ।

05:20 PM (IST) Oct 19
৬ উইকেট হারিয়ে প্রবল চাপে বাংলাদেশ

৪৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২০১। ৩৮ রান করে আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ ১৪ রানে অপরাজিত।

04:56 PM (IST) Oct 19
১৭৯ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ

১৬ রান করে শার্দুল ঠাকুরের বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তাওহিদ হৃদয়। ১৭৯ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ।