সংক্ষিপ্ত
বৃহস্পতিবার শুরু হল ওডিআই বিশ্বকাপ। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ১৪ অক্টোবর। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা।
১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯, ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে যতবার দেখা হয়ে জিতেছে ভারত। ফলে প্রবাদ হয়ে গিয়েছে, বিশ্বকাপে ভারতকে হারাতে পারবে না পাকিস্তান। কিন্তু এবার পাকিস্তানের জয়ের খরা কাটবে বলে দাবি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটনের। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমে ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার ভবিষ্যৎবাণী হল, ৫০ ওভারের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারতকে হারাবে পাকিস্তান। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৭ বার খেলে কোনওবারই জিততে পারেনি পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ও উত্তেজক ম্যাচ হতে চলেছে। ভারত-পাকিস্তানের যদি আবার বিশ্বকাপের সেমি-ফাইনাল বা ফাইনালে দেখা না হয়, তাহলে লিগ পর্যায়ের ম্যাচটিই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে। ভারত-পাকিস্তান ম্যাচে নিশ্চিতভাবেই গ্যালারি ভর্তি থাকবে। এই ম্যাচ ঘিরে প্রচণ্ড উত্তেজনা থাকবে। আমার মনে হচ্ছে পাকিস্তান অঘটন ঘটাবে।’
শুক্রবার হায়দরাবাদে এবারের ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। রবিবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। তারপর ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ।
১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপে প্রথমবার ভারত-পাকিস্তান লড়াই হয়। সেই ম্যাচে ৪৩ রানে জয় পায় ভারত। এরপর ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৩৯ রানে হারিয়ে দেয় ভারত। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় আসে ৪৭ রানে। ২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। এরপর ২০১১ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালে মোহালিতে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে দেয় ভারত। ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭৬ রানে জয় পায় ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় ভারত। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৮৯ রানে জয় পায় ভারত।
বিশ্বকাপে ভারতের কাছে হারের পর টেলিভিশন সেট ভাঙা পাকিস্তানে যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অজস্র মিম দেখা যায়। সদ্যসমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত। ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ফলে এগিয়ে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়াকে হারালে ভারতীয় দলের আত্মবিশ্বাসও বেড়ে যাবে। তাছাড়া দেশের মাটিতে খেলার সুবিধাও রয়েছে। ফলে আথারটনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন-
ICC World Cup: শুরু বিশ্বকাপের সফর, টসে জিতে বোলিং করছে নিউ জিল্যান্ড
ICC World Cup 2023: ভারতের খেলা কবে? এক নজরে দেখে নিন বিশ্বকাপের সূচি