সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারতের ম্যাচ বলে কথা, রেকর্ড দর্শক তো হবেই। সবার পক্ষে তো আর স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা সম্ভব নয়। সবাই টেলিভিশনের সামনেও নেই। অতএব, ভরসা মোবাইল ফোন বা ল্যাপটপ-ডেস্কটপ।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে একাধিক রেকর্ড হল। ২২ গজে যেমন বিরাট কোহলি রেকর্ড গড়লেন, তেমনই মাঠের বাইরে রেকর্ড গড়লেন দর্শকরা। ডিজনি প্লাস হটস্টারে ভারতের ইনিংস দেখলেন ৫ কোটিরও বেশি দর্শক। এটাই নতুন রেকর্ড। এর আগে রেকর্ড ছিল ৪ কোটি ৪০ লক্ষ দর্শক। ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেই রেকর্ড হয়েছিল। কিন্তু বুধবার সব রেকর্ড ভেঙে গেল। বিরাট, শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মা, কে এল রাহুল, শুবমান গিলের অসাধারণ ইনিংস দেখার জন্য সারা দেশেরই চোখ ছিল টেলিভিশনের পর্দা, মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ, ট্যাবে। এর মধ্যে লাইভ স্ট্রিমিংয়ে দর্শকের হিসেবে নতুন রেকর্ড হল।

বিনামূল্যে ম্যাচ দেখতে আগ্রহী দর্শকরা

২০২৩ সালের আইপিএল দেখার জন্য জিও সিনেমার সাবস্ক্রিপনশন নিতে হয়নি দর্শকদের। সেই সময় থেকেই লাইভ স্ট্রিমিং দেখায় আগ্রহ বেড়েছে। সাবস্ক্রিপশন ছাড়া অবশ্য ডিজনি প্লাস হটস্টারে ওডিআই বিশ্বকাপ দেখা যাচ্ছে না। তবে তাতে দর্শক সংখ্যা কমেনি, বরং বেড়েছে। বুধবারের ম্যাচই এর প্রমাণ। ভারতীয় দলের ব্যাটিং দেখার জন্য সবারই আগ্রহ ছিল। ওডিআই ফর্ম্যাটে বিরাটের ৫০-তম শতরান, শ্রেয়াসের পরপর ২ ম্যাচে শতরান, রোহিত, শুবমানের ঝোড়ো ইনিংস দেখার জন্য কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ ছিল মোবাইল ফোনে। এর ফলেই ডিজনি প্লাস হটস্টারে দর্শক সংখ্যা ৫ কোটি ১০ লক্ষে পৌঁছে যায়। দর্শকদের বিপুল আগ্রহ দেখে খুশি আইসিসি, বিসিসিআই, ওডিআই বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা। 

খুশি ডিজনি প্লাস হটস্টার সংস্থার কর্তারা

ভারত-নিউজিল্য়ান্ড ম্যাচে তাঁদের প্ল্যাটফর্মে এত দর্শক পেয়ে খুব খুশি ডিজনি প্লাস হটস্টারের কর্তারা। এই সংস্থার প্রধান কর্তা সাজিত শিবানন্দন এ বছরের জুনে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ দেখানোর চুক্তির সময় বলেছিলেন, ‘এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের বিশ্বাস, এর ফলে সামগ্রিকভাবে লাইভ স্ট্রিমিংয়েই দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে।’

ভারতে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ডিজনি

৮ নভেম্বর ডিজনি সংস্থার সিইও বব ইগর বলেছেন, 'চিনের পর ভারতেই সবচেয়ে বেশি জনসংখ্যা। আমরা ভারতের বাজারে ব্যবসা চালিয়ে যাব। একইসঙ্গে আমরা আরও ভালোভাবে ব্যবসা করতে পারি কি না সেটা দেখতে হবে।' 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli Century: 'বাচ্চা ছেলে একজন 'বিরাট' খেলোয়াড় হয়ে উঠেছে,' প্রশংসায় সচিন

India Vs New Zealand: সচিনের ঘরের মাঠে রাজমুকুট মাথায় তুলে নিলেন বিরাট

Thomas Muller: টমাস মুলারকে ভারতের জার্সি পাঠালেন বিরাট কোহলি