সংক্ষিপ্ত

শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ খেলছে ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোহিত শর্মারা।

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল। এরপর শনিবার রাতেই টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। গায়ানায় সেমি-ফাইনাল খেলার পর ফাইনাল খেলতে বার্বাডোজে যেতে হল ভারতীয় ক্রিকেটারদের। ফলে ফাইনালের আগে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। এই কারণে টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে অনুশীলন বাতিল করে দিল ভারতীয় দল। ক্রিকেটাররা যাতে এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রাম পান, তার জন্যই অনুশীলন বাতিল করা হল। শনিবার ম্যাচের আগে ওয়ার্ম-আপ করে নেবেন ভারতীয় ক্রিকেটাররা। এভাবেই তাঁরা টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন দাবি করছেন, ভারতীয় দলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ফাইনালের সূচি যে ভারতের পক্ষে অসুবিধাজনক, সে বিষয়ে তিনি নীরব।

গায়ানাতেই সাংবাদিক বৈঠক ভারতীয় দলের

টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, 'অনুশীলন বাতিল করে দিয়েছে ভারত।' আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বার্বাডোজে সাংবাদিক বৈঠক করবে না ভারতীয় দল। গায়ানা থেকে বার্বাডোজে রওনা হওয়ার আগেই সাংবাদিক বৈঠক করেছে ভারতীয় দল। এই সাংবাদিক বৈঠকের ভিডিও, অডিও, বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অনুশীলন করেই ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা

ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে অনুশীলন বাতিল করলেও, দক্ষিণ আফ্রিকা দল যথারীতি অনুশীলন ও সাংবাদিক বৈঠক করছে। এ বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে কেনসিংটন ওভালে অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা। তার আগে দুপুর একটায় প্রি-ম্যাচ মিডিয়া কনফারেন্সেও যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

T20 World Cup Final: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে টি-২০ বিশ্বকাপ ফাইনাল? না খেলেই চ্যাম্পিয়ন হবে ভারত?

ICC Men's T20 World Cup 2024: বিরাটদের 'কুনজর' থেকে বাঁচানোর চেষ্টা, নুন-লেবু-কাজল নিয়ে তৈরি অনুরাগীরা

Rohit Sharma: দলকে টি-২০ বিশ্বকাপ ফাইনালে তুলে চোখে জল রোহিতের, আবেগ ছুঁয়ে গেল বিরাটকেও