সংক্ষিপ্ত
মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে পদে পদে সমস্যায় পড়ছে আইসিসি। পরিকাঠামো নিয়ে তো সমস্যা আছেই, এবার আবহাওয়া নিয়েও সমস্যা তৈরি হয়েছে।
শুক্রবারই সরকারিভাবে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে পাকিস্তান। ফ্লোরিডায় যা আবহাওয়া, তাতে এদিন মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ হওয়া সম্ভব নয়। এই ম্যাচ ভেস্তে গেলে ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্টে পৌঁছে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পক্ষে সর্বাধিক ৪ পয়েন্টে পৌঁছনো সম্ভব। ফলে ছিটকে যাবেন বাবর আজমরা। অবশ্য ফ্লোরিডার যা পরিস্থিতি, তাতে রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ হওয়াও কঠিন। ফলে হয়তো শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। এখনও পর্যন্ত যা খবর, ফ্লোরিডা থেকে অন্য কোথাও ম্যাচ সরিয়ে নিচ্ছে না আইসিসি। ভারী বৃষ্টি ও হড়পা বানের ফলে ফ্লোরিডার বেশিরভাগ জায়গাই এখন জলের তলায়। এই পরিস্থিতিতে কোনওভাবেই ক্রিকেট ম্যাচ আয়োজন সম্ভব নয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র দলের হাসি চওড়া হলেও, হতাশ হতে হচ্ছে পাকিস্তানকে।
আবহাওয়া নিয়ে বিপাকে আইসিসি
ফ্লোরিডায় আগামী কয়েকদিনের মধ্যে কোনও ম্যাচই সম্ভব নয়। কিন্তু অন্তত শুক্রবারের ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যেতেও পারছে না আইসিসি। এত অল্প সময়ের মধ্যে অন্য কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচ আয়োজন সম্ভব নয়। এই ম্যাচে যদি ২ দল পয়েন্ট ভাগ করে নেয়, তাহলেই রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের আর কোনও গুরুত্ব থাকবে না। ফলে সেই ম্যাচও সরিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। একমাত্র ভারতীয় দলের আবহাওয়া নিয়ে কোনও চিন্তা নেই। ইতিমধ্যেই সুপার এইটের যোগ্যতা অর্জন করেছেন রোহিত শর্মারা। ফলে গ্রুপের শেষ ম্যাচ যদি ভেস্তেও যায়, তাহলেও ভারতের সমস্যা হবে না।
নিজেদের দোষেই ছিটকে যাওয়ার মুখে পাকিস্তান
এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের যা পারফরম্যান্স, তাতে সুপার এইটের যোগ্যতা অর্জন করার কথা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছে। মনাঙ্ক প্যাটেল, সৌরভ নেত্রভলকরদেরই সুপার এইটে খেলা উচিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC Men's T20 World Cup 2024: ভারী বৃষ্টি, হড়পা বানের পূর্বাভাস, ফ্লোরিডা থেকে ম্যাচ সরানোর দাবি
Bangladesh Vs Netherlands: ডাচদের হারিয়ে সুপার এইটের আশায় বাংলাদেশ
Pakistan: ভারতের সাহায্য পেয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছতে পারবে পাকিস্তান?