সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। মাঠে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়াতেও দুই দেশের ক্রিকেটপ্রেমীরা লড়াইয়ে মেতে উঠেছেন।

বাংলাদেশ না আবহাওয়া? শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের সামনে কে বাধা হয়ে দাঁড়াবে? চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে ভারতের সব ম্যাচেই আবহাওয়ার পূর্বাভাস খুব একটা ভালো নয়। ভারত-আফগানিস্তান ম্যাচ অবশ্য ভালোভাবেই হয়েছে। এবার ভারত-বাংলাদেশ ম্যাচেও আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে ভালো ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু যদি আবহাওয়া বিরূপ হয়, তাহলে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। সেক্ষেত্রে সমস্যায় পড়বে ভারতীয় দল। কারণ, তখন সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে।

ভেস্তে যাবে ভারত-বাংলাদেশ ম্যাচ?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার অ্যান্টিগায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো বাতাস বাইতে পারে। স্থানীয় সময় অনুযায়ী ভারত-বাংলাদেশ ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। কিন্তু সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৪৬ থেকে ৫১ শতাংশ। সকাল ১১টার পর অবশ্য ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে তার আগে যদি বৃষ্টি নামে, তাহলে টস পিছিয়ে যেতে পারে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে দেরিতে শুরু হতে পারে ম্যাচ। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা খুবই কম। পুরো ২০ ওভারই খেলা হতে পারে। বৃষ্টি হলে টস গুরুত্বপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে যে দল টসে জিতবে তারা সুবিধা পেতে পারে।

ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

ভারত-বাংলাদেশ ম্যাচ কোনও কারণে না হলে ভারতীয় দলের সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এবং আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ, তাহলে রান রেটে এগিয়ে থাকলে বাংলাদেশই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে। এই কারণে ভারতীয় শিবির চাইছে শনিবারের ম্যাচ ভালোভাবে হোক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

T-20 World Cup: সুপার এইটের লড়াইতে সামনে এবার বাংলাদেশ, কতটা তৈরি টিম ইন্ডিয়া?

Australia Vs Bangladesh: বারবার বৃষ্টিতে বন্ধ ম্যাচ, সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

India Vs Afghanistan: সূর্যকুমার-বুমরার সুপার পারফরম্যান্স, আফগানদের জারিজুরি খতম