সংক্ষিপ্ত
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কিন্তু সেই আশঙ্কা দূর করে ভালোভাবেই হচ্ছে ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারতের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেন।
বাংলাদেশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করল ভারতীয় দল। অপরাজিত অর্ধশতরান করলেন হার্দিক পান্ডিয়া। ভালো ব্যাটিং করলেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, শিবম দুবে। বাংলাদেশের ব্যাটারদের পক্ষে ১৯৭ রানের টার্গেট তাড়া করে দলকে জেতানো সম্ভব নয়। বিধ্বংসী ফর্মে ভারতের পেসার জসপ্রীত বুমরা। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, হার্দিকরাও ভালো বোলিং করছেন। ফলে সহজ জয় পেতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই রোহিত শর্মাদের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। ফলে ভারতীয় দলের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজনের ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখালেন হার্দিক, বিরাটরা।
টসে হেরে ভালোই হল ভারতের
এদিন টসে হারার পর ভারতের অধিনায়ক রোহিত বলেন, তাঁরা প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলেন। ঠিক সেটাই হয়েছে। বিরাট-রোহিতের ওপেনিং জুটিতে যোগ হয় ৩৯ রান। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ভারতীয় দল বড় স্কোর করতে চলেছে। ১১ বলে ২৩ রান করেন ভারতের অধিনায়ক। ২৮ বলে ৩৭ রান করেন বিরাট। ২৪ বলে ৩৬ রান করেন ঋষভ। সূর্যকুমার যাদব অবশ্য ৬ বল খেলে ২ রান করেই আউট হয়ে যান। ২৪ বলে ৩৪ রান করেন শিবম। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে অর্ধশতরান করেন হার্দিক। তিনি ২৭ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।
বাংলাদেশের বোলারদের দুরবস্থা
বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান ৪ ওভার বোলিং করে ৪৮ রান দিলেন। ৩ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন শাকিব আল-হাসান।৩ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Afghanistan: সূর্যকুমার-বুমরার সুপার পারফরম্যান্স, আফগানদের জারিজুরি খতম